Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঢিলেঢালা পোশাকে বলিউডের ক্যাট, অন্তঃসত্ত্বা অভিনেত্রী! অনুমান অনুরাগীদের

গতবছর ৯'ই ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টেই বিয়ে সেরেছিলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। চরম গোপনীয়তার সাথে নিজেদের বিয়ের সমস্ত রীতিনীতি সম্পন্ন করেছিলেন এই তারকা জুটি। মিডিয়াতে তাদের বিয়ে…

Avatar

গতবছর ৯’ই ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টেই বিয়ে সেরেছিলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। চরম গোপনীয়তার সাথে নিজেদের বিয়ের সমস্ত রীতিনীতি সম্পন্ন করেছিলেন এই তারকা জুটি। মিডিয়াতে তাদের বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। বলিউডের দীর্ঘ প্রতীক্ষিত বিয়ে ছিল এটি। বিয়ের পরেও তারা সবসময় চর্চায় রয়েছেন মিডিয়াতে। তাদের শেয়ার করা যেকোনো ছবি কিংবা ভিডিও এখন ভাইরাল হয় নিমেষে। এই তারকা-জুটির ভক্তের সংখ্যা অসংখ্য।

সম্প্রতি মুম্বাই এয়ারপোর্টে একেবারে ঢিলেঢালা গোলাপি রঙের সালোয়ার-কামিজে দেখা মিলেছে ক্যাটরিনা কাইফের। যে অভিনেত্রী সর্বদা ফিটনেস এবং নিজের পোশাক নিয়ে সচেতন থাকেন তিনি হঠাৎ এমন ঢিলেঢালা পোশাক পরতেই প্রশ্ন উঠেছে অনেকের মনে। এই ছবি ভাইরাল হতেই অভিনেত্রীর ভক্তরা প্রশ্ন তুলেছেন, তবে কি মা হতে চলেছেন অভিনেত্রী? বিয়ের পর পাঁচমাসের মধ্যেই কি সুখবর দিতে চলেছেন তারা!

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এদিন হয়তো শুধুমাত্র নিজের আরামের জন্যই এমন ধরনের পোশাক পরেছিলেন ক্যাটরিনা কাইফ। উল্লেখ্য, মাঝেমাঝেই এমন ধরনের পোশাকে দেখা মেলে ক্যাটের। তবে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুধুমাত্রই তার ভক্তদের অনুমান মাত্র। এদিন অভিনেত্রীকে ঢিলেঢালা গোলাপি রঙের সালোয়ার কামিজে দেখা গিয়েছে। তার কপালে ছিল কালো টিপ, চোখে ছিলো রোদ চশমা। এদিন একেবারে বিনা মেকাপেই ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন তিনি।

নিজেদের প্রিয় অভিনেত্রীকে নিয়ে আলোচনা করার জন্য কারণ লাগেনা তাদের। তাদের উপর একাধিক পাপারাজিৎরা নজর রাখেন সর্বদা। তাদের যেকোনো মুহূর্তের ছবি নিমেষের মধ্যে চলে আসে সোশ্যাল মিডিয়ার পাতায়, যা ভাইরাল হতে মুহূর্ত লাগেনা। তবে এই প্রসঙ্গে কোন কথাই বলেননি ক্যাটরিনা। সোশ্যাল মিডিয়ার এই সমস্ত গুজবে কান দিতে নারাজ তিনি। কয়েকদিন আগেই ভিকি কৌশলের সাথে সমুদ্রের ধারে ছুটি কাটিয়ে এসেছেন বিদেশে। বর্তমানে অভিনেত্রী নিজেই নিজের ছুটি কাটানোর বেশকিছু ছবি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়, যা ইতিমধ্যেই পছন্দ করেছেন তার অগণিত ভক্তদের পাশাপাশি অসংখ্য নেটজনতারাও।

About Author