Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Kajal Agarwal: অন্তঃসত্ত্বা কাজল? অভিনেত্রীর নতুন ছবিতে ফুটে উঠছে বেবি বাম্প

২০২০-২০২১ সালে বলিউডে বহু স্টার নিজের ফ্যামিলি প্ল্যানিং করে নিয়েছেন। সম্প্রতি লাফিং ক্যুইন ভারতী সিং মা হওয়ার সুখবর দিয়েছেম।এর মাঝে বলিউড আর তেলেগু ইন্ড্রাস্টিতে নতুন গুঞ্জন অভিনেত্রী অভিনেত্রী কাজল আগরওয়াল…

Avatar

By

২০২০-২০২১ সালে বলিউডে বহু স্টার নিজের ফ্যামিলি প্ল্যানিং করে নিয়েছেন। সম্প্রতি লাফিং ক্যুইন ভারতী সিং মা হওয়ার সুখবর দিয়েছেম।এর মাঝে বলিউড আর তেলেগু ইন্ড্রাস্টিতে নতুন গুঞ্জন অভিনেত্রী অভিনেত্রী কাজল আগরওয়াল অন্তঃসত্ত্বা। বিয়ের এক বছর হতে না হতেই সুখবর দিতে চলেছেন এই অভিনেত্রী।এমনই খবর বার বার সিনেমাপ্রেমী ও নেটিজ়েনদের মনে নাকি এবার এই অভিনেত্রী মা হতে চলেছেন? কাজল আর গৌতমের তরফ থেকে কোনো কথাই বলা হয়নি।

তাহলে হঠাৎ করে কেন মনে হল অভিনেত্রী গর্ভবতী? সম্প্রতি সামাজিক মাধ্যমে অভিনেত্রীফ শেয়ার করা তাঁর কিছু ছবি তেমন কথাই বলছে বার বার। অভিনেত্রীর সব ছবিই সিনে দর্শকের আকর্ষণ কেড়েছে। অনেকেরই মনে হয়েছে কাজল গর্ভবতী। অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, কাজল বেইজ় রঙের বডিকন ড্রেস পরেছেন অভিনেত্রী। সঙ্গে পরেছেন একটি আকারে বড় লাল ও সাদা চেক শার্ট। বাইরে প্রিয় বন্ধুর সাথে লাঞ্চ করতে গিয়েছিলেন কাজল। এদিন গলায় পরেছিলেন সোনালি নেকপিস। কাঁধে ঝুলিয়েছিলেন স্লিং ব্যাগ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Kajal Agarwal: অন্তঃসত্ত্বা কাজল? অভিনেত্রীর নতুন ছবিতে ফুটে উঠছে বেবি বাম্প

বন্ধুর সঙ্গে এই মিষ্টি ছবিটি শেয়ার করেছিলেন কাজল। ক্যাপশনে লিখেছিলেন, “বাই ও আমি।” সঙ্গে দিয়েছিলেন লাল রঙের হার্ট ইমোজিও।এরপরেই গুঞ্জন শুরু হয় অভিনেত্রীর মা হওয়া। যদিও বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব‍্য করেননি কাজল বা গৌতম কেউই। উল্লেখ্য, ব‍্যবসায়ী গৌতম কিচলুরর সঙ্গে গত বছরের ৩০ অক্টোবর সাত পাকে বাধা পড়েন অভিনেত্রী। সোশ‍্যাল মিডিয়ায় এই সুখবর শেয়ার করে তিনি লেখেন, ‘আমি এটা জানাতে পেরে খুবই আনন্দিত যে আগামী ৩০ অক্টোবর গৌতম কিচলুরর সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি। মুম্বইতে পারিবারিক অনুষ্ঠান করেই আমাদের বিয়ে সম্পন্ন হবে। আমাদের দুই পরিবারের সদস‍্যরাই সেখানে উপস্থিত থাকবেন”।

বিয়ের পর দুজনে নিজেদের মতো সংসার করছেন। অন্যদিকে সিনেমার কাজ করছেন। তবে সম্প্রতি দক্ষিণী ইন্ডাস্ট্রির খবর, বর্তমানে একাধিক ছবির সুযোগ ফিরিয়ে দিয়েছেন কাজল। কমল হাসন এবং নাগার্জুনের পরবর্তী দু’টি ছবি নাকচ করে দিয়েছেন অভিনেত্রী। আর এর থেকে অনেকে মনে করছেন, অভিনেত্রী অন্তঃসত্ত্বা বলেই তিনি এই মুহূর্তে কাজ থেকে বিরতি নিয়েছেন।

About Author