Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মানুষের মতো দেখতে ছাগল! দেখুন সেই ছবি

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : মানুষের মতো দেখতে ছাগল এও কি সম্ভব?? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক ছবি ভাইরাল হয়েছে। মানুষের মতো দেখতে ছাগলছানা তাকে ঘিরে চলছে জল্পনা। ওই…

Avatar

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : মানুষের মতো দেখতে ছাগল এও কি সম্ভব?? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক ছবি ভাইরাল হয়েছে। মানুষের মতো দেখতে ছাগলছানা তাকে ঘিরে চলছে জল্পনা।

ওই অদ্ভুত ছাগল ছানাটিকে যারা দেখেছেন তারা জানাচ্ছেন ছাগল ছানাটির ঠোঁট মানুষের মতো। এমনকি মুখের গঠনও মানুষের মতোই। শুধু তাই নয় ছাগল ছানাটির শরীরের বেশিরভাগ অংশই নাকি মানুষের মতো।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সমিরা আসিয়া নামে এক মহিলা এই অদ্ভুত ছাগল ছানার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর সেটি ভাইরাল হয়েছে। সাধারণ মানুষ এই ছাগল ছানাকে নিয়ে কৌতুহল জানাচ্ছেন। শুধু এই ছাগলছানা নয় এরকম ঘটনা এর আগে অনেক ঘটেছে।

অসমে একটি ছাগলছানার জন্ম হয় যেটির একটিমাত্র চোখ। চিকিৎসকরা জানিয়েছেন এই ছাগলছানার এরকম জন্মের পেছনে একটি রোগ রয়েছে ।সেটি হল সাইক্লোপিয়া ডিসঅর্ডার।

এছাড়াও বিহারে একটি শিশুকে জন্ম নিতে দেখা যায়। যেটা দেখতে অনেকটা হনুমানের মতো। অনেকে একে হনুমানের অবতারও বলেছেন। চিকিৎসকরা জানিয়েছেন বিরল রোগে আক্রান্ত হওয়ার কারণেই শিশুটি এমন দেখতে হয়েছে।

এই ঘটনাগুলো কোনো অলৌকিক ঘটনা নয়। কোনো বিরল রোগের কারণে এইসব ঘটনা ঘটে থাকে।

About Author