Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বলিউডে ফের খুশির খবর! এবার কি মা হতে চলেছেন দীপিকা?

মুম্বই: বলিউডে (Bollywood) যেন চাঁদের হাট বসেছে। নতুন খুদে সদস্যদের আগমনের বার্তায় ভরছে সোশ্যাল মিডিয়া (Social Media)। কন্যাসন্তানের অভিভাবক হয়ে নামকরণ সেরে ফেললেন বিরুস্কা (Virushka), অন্যদিকে দ্বিতীয়বার পুত্রসন্তানের পিতা হলেন…

Avatar

মুম্বই: বলিউডে (Bollywood) যেন চাঁদের হাট বসেছে। নতুন খুদে সদস্যদের আগমনের বার্তায় ভরছে সোশ্যাল মিডিয়া (Social Media)। কন্যাসন্তানের অভিভাবক হয়ে নামকরণ সেরে ফেললেন বিরুস্কা (Virushka), অন্যদিকে দ্বিতীয়বার পুত্রসন্তানের পিতা হলেন বলিউডের জনপ্রিয় কৌতুক সঞ্চালক কপিল শর্মা (Kapil Sharma)। আবার সাইফ-করিনার পরিবারেরও সকলে নতুন সদস্য আগমনের অপেক্ষায়। ঠিক এমন পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে প্রশ্নের মুখে পরেন দীপিকা (Deepika)।

এই বছরের শুরুতেই নিজের টুইটার হ্যান্ডেলে একটি হাসিমুখের নীচের দিকে তাকানো ছবি পোস্ট করেন দীপিকা। তাই তার ভক্তদের একাংশের মন্তব্য যে দীপিকা কি অন্তঃসত্ত্বা? হাসিমুখে কি সে তার বেবি বাম্পের দিকে তাকিয়ে আছেন? কারণ তাঁর ভক্তরা সকলেই আশাবাদী যে তিনিও অনুস্কার মতন নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করবেন। প্রসঙ্গত, গত বছরটা বিশেষ ভাল যায়নি দীপিকার। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় তার নাম জড়িয়েছিল। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে গিয়ে বার বার হাজিরা দিয়েছেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নিউ নর্মালে নতুন ছবির শুটিং গত বছরই শুরু করেছিলেন। আবার শোনা যাচ্ছে চলতি বছরে দক্ষিণী স্টার প্রভাসের সঙ্গেও জুটি বাঁধবেন তিনি। হৃতিক রোশনের সঙ্গেও স্ক্রিন শেয়ার করবেন তিনি। সুতরাং অভিনেত্রীর এখনই অন্তঃসত্ত্বা হওয়ার তেমন সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। অবশ্য, সময়ের কথা কেউই বলতে পারেনা।

বলিউডের বিখ্যাত তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রনবীর সিং গাঁটছড়া বাঁধেন ২০১৮ সালে। তারপর দুই বছর কেটে গেলেও ফ্যানেদের এখনও ছোট সদস্যের আগমনের সুখবর শোনাননি তারা। তাই তিনি অন্তঃসত্ত্বা কিনা, তা জানার প্রবল আগ্রহ নেটদুনিয়ার একাংশের।

About Author