Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

RBI Clean Note Policy: কারেন্সী নোটে পেন বা পেনসিল দিয়ে কিছু লেখা থাকলে তা বৈধ কি না? উত্তর দিল RBI

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা ভাইরাল হয়েছে যা বলে যে নতুন নোটে কিছু লিখলে সেগুলি অবৈধ হয়ে যায়।আর এরমধ্যেই RBI নিয়ে এসেছে তাদের ক্লিন নোট পলিসি। তাই যাদের কাছে এমন…

Avatar

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা ভাইরাল হয়েছে যা বলে যে নতুন নোটে কিছু লিখলে সেগুলি অবৈধ হয়ে যায়।আর এরমধ্যেই RBI নিয়ে এসেছে তাদের ক্লিন নোট পলিসি। তাই যাদের কাছে এমন লেখা নোট রয়েছে, তাঁরা দুশ্চিন্তায় আছেন। আজকের এই প্রতিবেদনে আমরা ব্যাংক নোটে লেখালেখির আইনি দিক এবং আরবিআই-এর অনুরোধ সম্পর্কে আলোচনা করবো। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

ভাইরাল বার্তা অনুযায়ী, নতুন নোটে কিছু লিখলে সেগুলি অবৈধ হয়ে যায়। এই বার্তাটি ভুল। ব্যাংক নোটে লেখা আইনত বৈধ, তবে এটি নোটের ক্ষতি করে এবং এর আয়ু কমিয়ে দেয়। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা RBI তাদের ক্লিন নোট নীতির অধীনে লোকদের নোটে না লেখার জন্য অনুরোধ করে। তবে, নোটে লেখা আইনত বৈধ এবং এটি নোটকে অবৈধ করে না। আপনি যদি লেখাযুক্ত নোট খুঁজে পান, আপনি নিশ্চিন্তে সেগুলিকে বৈধ কারেন্সী নোট হিসেবে ব্যবহার করতে পারেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নোটে লেখার ফলে নোট নোংরা ও ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে নোট ছিঁড়ে যেতে পারে বা জীর্ণ হতে পারে। জীর্ণ নোট গণনা করা কঠিন এবং এটি লেনদেনে বিলম্ব ঘটাতে পারে। তাই আরবিআই লোকদের নোট পরিষ্কার রাখার জন্য অনুরোধ করে। নোট ভাঁজ না করে সোজা রাখা উচিত। নোটের উপর কোনো ধরনের কালি, পেন্সিল, মশাই বা অন্য কোনো কিছু লেখা উচিত নয়।

About Author