Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দু’বছর পর্যন্ত কি বাড়তে পারে লোনের ইএমআই স্থগিতের সময়সীমা? ফের শুনানি আজ

নয়াদিল্লি: করোনা আবহের মধ্যে মার্চ থেকে আগস্ট পর্যন্ত লোনের ইএমআই স্থগিত করেছিল কেন্দ্র। এবার আরও দু'বছর কি লোন ইএমআই স্থগিতের সময়সীমা বাড়তে চলেছে? মঙ্গলবার সুপ্রিম কোর্টে কেন্দ্রের বক্তব্য ঘিরে এমন…

Avatar

নয়াদিল্লি: করোনা আবহের মধ্যে মার্চ থেকে আগস্ট পর্যন্ত লোনের ইএমআই স্থগিত করেছিল কেন্দ্র। এবার আরও দু’বছর কি লোন ইএমআই স্থগিতের সময়সীমা বাড়তে চলেছে? মঙ্গলবার সুপ্রিম কোর্টে কেন্দ্রের বক্তব্য ঘিরে এমন জল্পনা দেখা দিয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে এক জনস্বার্থ মামলার শুনানি হয় বিচারপতি অশোক ভুসানের নেতৃত্বাধীন বেঞ্চে। এদিন সলিসিটর জেনারেল তুষার মেহেতা বলেন, রিজার্ভ ব্যাঙ্কের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী দু’বছর ঋণের কিস্তি স্থগিত করতে পারে সরকার। কিন্তু সুদ মুকুব হবে কিনা সে বিষয়ে সব পক্ষের আলোচনা হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া উচিত বলেও তিনি জানিয়েছেন। তবে এই সিদ্ধান্ত দেশবাসীকে সুরাহা দেবে নাকি সুরাহার নামে এ আর এক সংকট?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, যখন লকডাউন শুরু হয় তখন মার্চ থেকে আগস্ট পর্যন্ত লোনের ইএমআই স্থগিত করা হয়েছিল। তখন বিভিন্ন মহলে বলা হয়েছিল বাড়ি, গাড়ি লোনের ক্ষেত্রে লোনগ্রহণকারী ব্যক্তিকে পরবর্তী সময়ে অতিরিক্ত সুদ দিতে হবে। এমনকি দিতে হবে বাড়তি অনেক ইএমআই-ও। এক্ষেত্রেও কি পরবর্তী সময়ে সেই পথেই হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার? নাকি সত্যি আগামী দু বছর ইএমআই স্থগিত হলে পরবর্তীকালে দিতে হবে না বাড়তি সুদ বা বাড়তি ইএমআই? আজ, বুধবার এই বিষয়ে সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে। আজকে শুনানি কী বার্তা দেয়, এখন সেটাই দেখার।

About Author