Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আপনার WhatsApp মেসেজ অন্য কেউ পড়ছে? বুঝবেন কিভাবে? জেনে নিন মেসেজ সুরক্ষিত করার পদ্ধতি

বর্তমান যুগ ইন্টারনেটের যুগ হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোন হয়ে উঠেছে মানুষের জীবনের একটি বড় অঙ্গ। অফিস আদালত হোক কিংবা স্কুল, সর্বক্ষেত্রেই আজ অধিক মাত্রায় ব্যবহার করা হচ্ছে স্মার্টফোন। বিশেষ করে স্মার্ট…

Avatar

বর্তমান যুগ ইন্টারনেটের যুগ হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোন হয়ে উঠেছে মানুষের জীবনের একটি বড় অঙ্গ। অফিস আদালত হোক কিংবা স্কুল, সর্বক্ষেত্রেই আজ অধিক মাত্রায় ব্যবহার করা হচ্ছে স্মার্টফোন। বিশেষ করে স্মার্ট ফোনে থাকা WhatsApp অ্যাপ্লিকেশনটি দাপটের সাথে ব্যবহার করছেন বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারীরা। টাকা আদান-প্রদান থেকে শুরু করে জরুরী তথ্য, সবকিছুই করা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে।

তবে অনেক সময় মনে হয় নিজের ব্যক্তিগত WhatsApp অ্যাকাউন্টি অন্য কেউ ব্যবহার করছে, কিংবা অ্যাপ্লিকেশনের গুরুত্বপূর্ণ মেসেজগুলি নিজের অনুমতি ছাড়াই অন্য কেউ দেখে নিচ্ছে। যদিও WhatsApp-এ কখনোই অ্যাকাউন্ট অন্য কেউ অন্য কোন ডিভাইস ব্যবহার করে অ্যাক্সেস করতে পারে না। হোয়াটসঅ্যাপের সমস্ত মেসেজই এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড। ফলে তা চাইলে এর নিয়ন্ত্রক সংস্থা এমনকি নির্মাতা মার্ক জুকারবার্গও অ্যাক্সেস করতে পারেন না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিভাবে জানবেন অন্য কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করছে?

তবে যদি কোন সময় গ্রাহকের মনে হয় তার অ্যাকাউন্ট অন্য কেউ অ্যাক্সেস করছেন, কিংবা তার ব্যক্তিগত মেসেজগুলি অন্য কেউ দেখে ফেলছেন, তবে এই ধারণা নিজেই পরিবর্তন করতে পারেন কয়েকটি ধাপ অনুসরণ করে। প্রথমত, মেসেজ সেন্ড করার পর আপনারা নিশ্চয়ই দুটি টিক দেখতে পান। যখন ওই মেসেজ যার উদ্দেশ্যে পাঠানো হয়েছে সে ওপেন করে, তখন ওই দুটি টিক সবুজ হয়ে যায়। আপনার সামনে থাকা ব্যক্তির কাছে মেসেজ পাঠানোর পর যদি তিনি ওপেন না করা অবস্থায় দুটি টিক সবুজ হয়ে যায়, তবে ভেবে নেবেন আপনার অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে।

WhatsApp সুরক্ষিত করার পদ্ধতি

খুব সহজেই আপনি আপনার ডিভাইসের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারবেন। এর জন্য আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনে WhatsApp-এ প্রবেশ করে স্ক্রিনের ডানদিকে লম্বালম্বিভাবে থাকা তিনটে বিন্দুতে ক্লিক করবেন। এরপর ড্রপডাউন মেনু চলে আসবে, সেখান থেকে ‘লিঙ্কড ডিভাইস’ অপশনটি বেছে নেবেন। এতে ক্লিক করলে কোন কোন ডিভাইসের সঙ্গে অ্যাকাউন্টটি লিঙ্কড রয়েছে তা সহজেই দেখতে পাবেন। এরপর যেটি আপনার ডিভাইস নয়, সেটি রিমুভ করে দিলেই আপনার WhatsApp সুরক্ষিত হয়ে যাবে।

About Author