জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে চলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। ক্রিকেটের পর এবার তিনি রুপোলি পর্দায় নাম লেখালেন।
তামিল সিনেমায় অভিনয় করতে ভারতের চলেছেন বাঁ হাতি অলরাউন্ডার ইরফান পাঠান। তিনি তার ফ্যানদের উদ্দেশ্যে সোমবার তার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জানিয়েছেন যে, জনপ্রিয় তামিল অভিনেতা বিক্রমের বিপরীতে তিনি অভিনয় করতে চলেছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসিনেমার নাম ‘বিক্রম ৫৮’। এর একটি গরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বাঁহাতি পেসার। এতে মূখ্য ভুমিকায় অভিনয় করবেন দক্ষিণী সুপারস্টার ছিয়ান বিক্রম। ওই সিনেমাটি পরিচালনা করবেন অজয় জ্ঞানামুথু, যিনি এর আগে ডেমন্ত কলোনি, ইমাইকা নদিগালের মতো চলচ্চিত্র পরিচালনা করেছেন।
সোশ্যাল মিডিয়া টুইটারে অজয় জিনানামুথু লেখেন, সিনেমা জগতে স্বাগতম ইরফান। আপনাকে নতুন অবতারে দেখতে দর্শকদের তর সইছে না।
ইরফান ২০১২ সাল থেকে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। এ বছরই তিনি শেষবারের মতো টি–টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন। এখন তিনি চলতি ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের বিশেষজ্ঞ প্যানেলের অংশ।