Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

IPL 2022: টুর্নামেন্ট সেরা একাদশ বেছে নিলেন ইরফান পাঠান, বাদ পড়লেন ভারতের মহা-তারকারা

শচীন টেন্ডুলকারের পর এবার আইপিএলের সেরা একাদশ বেছে নিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। তবে তার পছন্দের একাদশ থেকে বাদ পড়লেন ভারতের "এ" ক্যাটাগরি ভুক্ত সকল ক্রিকেটার। অর্থাৎ বিরাট কোহলি,…

Avatar

শচীন টেন্ডুলকারের পর এবার আইপিএলের সেরা একাদশ বেছে নিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। তবে তার পছন্দের একাদশ থেকে বাদ পড়লেন ভারতের “এ” ক্যাটাগরি ভুক্ত সকল ক্রিকেটার। অর্থাৎ বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহকে ছাড়াই ২০২২ আইপিএলের সেরা একাদশ চয়ন করেছেন তিনি।

ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান তার সেরা একাদশে ওপেনিং জুটিতে আইপিএলে কমলা টুপির লড়াইয়ে শীর্ষে থাকা দুজন ক্রিকেটারকে বেছে নিয়েছেন। অর্থাৎ জস বাটলার এবং কে এল রাহুলকে ওপেনার হিসেবে পছন্দ করেছেন তিনি। উইকেট-রক্ষক এবং তৃতীয় ব্যাটিং বিকল্প হিসেবে তার পছন্দের তালিকায় রয়েছেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। শচীনের মত অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়াকে বেছে নিয়েছেন ইরফান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

হাই হিটার ব্যাটসম্যান হিসেবে ইরফান পাঠানের পছন্দের একাদশে জায়গা পেয়েছেন লিয়াম লিভিংস্টনে এবং শিরোপা জয়ী দলের ফিনিশার ডেভিড মিলার। জোরে বোলারের ক্ষেত্রে ভারতীয় কোন ক্রিকেটারের উপর ভরসা রেখেছেন তিনি। তার পছন্দের একাদশে জায়গা পেয়েছেন হার্সেল প্যাটেল, মোহাম্মদ সামি এবং উমরান মালিক। তাছাড়া স্পিনার হিসেবে রশিদ খানের সাথে আইপিএল ২০২২-এর পার্পেল ক্যাপ অধিকারী চতুর চাহাল জায়গা পেয়েছেন তার পছন্দের একাদশে। এছাড়া দ্বাদশ বিকল্প হিসেবে ইরফান পাঠান বেছে নিয়েছেন কুলদীপ যাদবকে।

এক নজরে দেখে নিন, টুর্নামেন্ট সেরা ইরফান পাঠানের পছন্দের একাদশ: জস বাটলার, কে এল রাহুল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলার, রশিদ খান, হার্সেল প্যাটেল, মোহম্মদ সামি, যুজবেন্দ্র চাহাল, উমরান মালিক (দ্বাদশ খেলোয়াড়- কুলদীপ যাদব)

About Author