Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ম্যাচের সময় ব্যাট ছুঁড়ে দিয়েছিলেন ‘ক্যাপ্টেন কুল’ ধোনি

সকলেই তাকে চেনেন ক্যাপ্টেন কুল নামে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সহজে মেজাজ হারাতে দেখা যায়না মাঠে। কিন্তু এই ধোনিই মাঠে মেজাজ হারিয়েছিলেন। সম্প্রতি একটি ক্রিকেট সংক্রান্ত…

Avatar

সকলেই তাকে চেনেন ক্যাপ্টেন কুল নামে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সহজে মেজাজ হারাতে দেখা যায়না মাঠে। কিন্তু এই ধোনিই মাঠে মেজাজ হারিয়েছিলেন। সম্প্রতি একটি ক্রিকেট সংক্রান্ত অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থ ইরফান পাঠান। এই বিষয়ে ২০০৬-০৭ মরসুমের একটা ঘটনার কথা উল্লেখ করেছেন ইরফান পাঠান।

ঠিক কি ঘটেছিল? ইরফান পাঠান জানাচ্ছেন, “ধোনি প্রাকটিস ম্যাচের সময় ব্যাট ছুঁড়ে দিয়েছিল। সেই সময় ওয়ার্ম আপ ম্যাচে আমাদের দুটো দলে ভাগ করে খেলানো হতো। একটি দল ডানহাতি ব্যাটসম্যানদের এবং একটি দল বামহাতি ব্যাটসম্যানদের নিয়ে। এরকমই একটি ম্যাচে আউট হওয়ার পর রাগে ব্যাট ছুঁড়ে ফেলেছিল ধোনি। ধোনির মনে হয়েছিল ওকে ভুল আউট দেওয়া হয়েছে। ব্যাট ছুঁড়ে ফেলে ও সোজা ড্রেসিংরুমে চলে যায়। অনেক সময় পর ও ড্রেসিংরুম থেকে বের হয়, এমনকি পরদিন অনুশীলনেও দেরিতে আসে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইরফান পাঠানের পাশাপাশি ওই অনুষ্ঠানে হাজির ছিলেন জাতীয় দলের আর এক প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। এই বিষয়ে তিনি বলেন, “অনেকেই বলেন ধোনিকে কখনও রাগতে দেখেনি, কিন্তু আমি ওকে দুবার রাগতে দেখেছি। একবার ২০০৭ এর বিশ্বকাপে এবং একবার আর একটি বিশ্বকাপে, যেখানে আমরা খারাপ খেলছিলাম। তবে দলে অন্যান্যদের থেকে ধোনি অনেকটাই ঠান্ডা।” প্রসঙ্গত, গত আইপিএলেও ধোনির রাগ দেখা গিয়েছিল। চেন্নাই এবং রাজস্থানের মধ্যে একটি ম্যাচে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের প্রতিবাদে ধোনি পিচের মাঝেই দাঁড়িয়ে পড়েন। এর ফলে তার ম্যাচ ফি এর পঞ্চাশ শতাংশ কাটাও যায়। রক্তমাংসের মানুষ ধোনিও যে রাগেন এগুলো থেকে সেটাই বোঝা যায়।

About Author