Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ticket Confirmation: আপনার ওয়েটিং টিকিটে লেখা এই কোড দেখে বুঝে যাবেন আপনার টিকিট কনফার্ম হবে কিনা, পরীক্ষা করে দেখুন

দীপাবলি এবং ছট পূজা চলাকালীন সময় উত্তরপ্রদেশ এবং বিহারের ট্রেনগুলো খুবই ভিড় থাকে এবং এই সমস্ত ট্রেনে এই সময় টিকিট পাওয়া খুবই চাপের বিষয় হয়ে ওঠে। চার মাস আগে টিকিট…

Avatar

দীপাবলি এবং ছট পূজা চলাকালীন সময় উত্তরপ্রদেশ এবং বিহারের ট্রেনগুলো খুবই ভিড় থাকে এবং এই সমস্ত ট্রেনে এই সময় টিকিট পাওয়া খুবই চাপের বিষয় হয়ে ওঠে। চার মাস আগে টিকিট কিন্তু খুললেই কয়েক ঘণ্টার মধ্যেই ট্রেনের টিকিট পুরো শেষ হয়ে যায় এই কারণে সেই সময় ট্রেনের টিকিট বুক করা খুব কঠিন বিষয় হয়ে ওঠে। নিশ্চিত টিকিট পেতে যেন একেবারে যুদ্ধ করতে হয় অন্যান্য ব্যক্তিদের সঙ্গে। লোকেরা ওয়েটিং টিকিট নেয় এই আশায় যে তারা যাত্রার জন্য একটি আসন পাবে এবং টিকিট নিশ্চিত হতে পারে। তবে অপেক্ষমাণ টিকিট কনফার্ম হবে কিনা, সেইটা নিয়ে সবসময় একটা বিভ্রান্তি থেকে যায়। সেই জন্য অনেক সময় অন্য ব্যবস্থা গ্রহণ করতে হয়। রেলওয়ের ওয়েটিং টিকিটের এমন কিছু কোড থাকে যেটা দেখে আপনারা বুঝে যেতে পারবেন, আপনার টিকিট কনফার্ম হবে কিনা। আর সেই হিসেবে আপনি কিন্তু আপনার পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

যারা দীপাবলি এবং ছট পুজোর সময় ওয়েটিং টিকিটের জন্য অপেক্ষা করছেন তাদের আসন নিশ্চিত হবে কিনা সেটা কিন্তু টিকিটের মধ্যেই মোটামুটি লেখা থাকে। ওয়েটিং টিকিটধারী প্রত্যেক যাত্রী এখন টেনসনে থাকেন তার টিকিট নিশ্চিত হবে কিনা। আজ আমরা আপনাকে এমন কিছু বিশেষ কোডের ব্যাপারে জানাবো, যা দেখে আপনি চার্ট তৈরির আগেই অনুমান করতে পারবেন, আপনার টিকিট কনফার্ম হবে কিনা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ওয়েটিং টিকিটের এই কোডগুলো খুবই উপকারী

রেলওয়ের ওয়েটিং টিকিটে কিছু কোড আছে, যা আমরা প্রায়ই উপেক্ষা করি, কিন্তু এই কোডগুলি খুব দরকারী। এই কোডগুলি আপনাকে ওয়েটিং টিকিটের নিশ্চিতকরণের সম্ভাবনা বুঝতে সাহায্য করতে পারে। যাইহোক, এই কোডগুলির মানে এই নয় যে আপনার অপেক্ষার টিকিট নিশ্চিত করা হবে। শুধুমাত্র আপনি নিশ্চিতকরণের সম্ভাবনা অনুমান করতে সক্ষম হবেন।

প্রতিটি কোডের নিজস্ব অর্থ আছে

১. যদি আপনার ওয়েটিং টিকিটে RLWL লেখা থাকে তাহলে এর অর্থ রিমোট লোকেশন ওয়েটিং লিস্ট। RLWL কোড সহ ওয়েটিং টিকিটের নিশ্চিত হওয়ার সম্ভাবনা খুব কম।

২. ওয়েটিং টিকিটে যদি PQWL লেখা থাকে তাহলে এর অর্থ পুলড কোটা ওয়েটিং লিস্ট। এই কোড সহ ওয়েটিং টিকিটেরও নিশ্চিত হওয়ার সম্ভাবনা কম।

৩. টিকিটে যদি GNWL লেখা থাকে তাহলে এর মানে জেনারেল ওয়েটিং লিস্ট। এই কোড সহ টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা বেশি।

৪. একইভাবে, যদি আপনার টিকিটে TQWL লেখা থাকে, তাহলে এর মানে Tatkal কোটা ওয়েটিং লিস্ট। এই টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা কম। Tatkal কোটার অধীনে বুক করা টিকিট বাতিল হলে এই টিকিট নিশ্চিত করা হয়। যেহেতু সাধারণ টিকিটের তুলনায় তত্কাল কোটার মাধ্যমে বুক করা টিকিটের সংখ্যা খুবই কম, তাই নিশ্চিত হওয়ার সম্ভাবনা খুবই কম।

About Author