Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রেলের তৎকাল টিকিট কাটার পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন, বিস্তারিত জানুন

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC), ই-টিকিটিং ওয়েবসাইট www.irctc.co.in এর মাধ্যমে তৎকাল ট্রেনের টিকিট বুকিংয়ের সুবিধা সরবরাহ করে। আইআরসিটিসি-র ওয়েবসাইটে তৎকালে টিকিট কাটার পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে।…

Avatar

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC), ই-টিকিটিং ওয়েবসাইট www.irctc.co.in এর মাধ্যমে তৎকাল ট্রেনের টিকিট বুকিংয়ের সুবিধা সরবরাহ করে। আইআরসিটিসি-র ওয়েবসাইটে তৎকালে টিকিট কাটার পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। বিশেষত বুক করা টিকিট বাতিল এবং রিফান্ড-এর ক্ষেত্রে এই পরিবর্তনগুলি করা হয়েছে।

আসুন জেনে নিই সেই পরিবর্তনগুলি সম্পর্কে –

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কখন, কীভাবে বুকিং?

অনলাইনে তৎকাল টিকিট IRCTC-র ওয়েবসাইট থেকে বুক করতে হয়। পিএনআর প্রতি সর্বোচ্চ চারজন যাত্রী তৎকাল ই-টিকিটে বুকিং করা যায়।এই বুকিংয়ের জন্য ফার্স্ট এসি এবং এক্সিকিউটিভ ক্লাস বাদে সব ক্লাসের অনুমতি রয়েছে।এছাড়া এই কোটায় প্রবীণ নাগরিকদের কোনোরকম ছাড়ের অনুমতি নেই।শুধু তাই নয় এখানে মহিলা ও সাধারণ কোটাকে বেছে নেওয়া যায় না।

টিকিট বুকিংয়ের সময়ঃ

তৎকাল টিকিটের অগ্রিম সংরক্ষণের সময় ট্রেন যে স্টেশন থেকে ছাড়বে সেখান থেকে ছাড়ার দিনটি বাদ দিয়ে, দুই দিন থেকে একদিন করা হয়েছে।AC (1A/2A/3A/CC/EC/3E)-র বুকিং শুরু হয় সকাল ১০টা থেকে। আর নন এসি ক্লাসের বুকিং ১১টা থেকে।

তৎকাল টিকিটের দামঃ

তৎকালে সাধারণ টিকিট ছাড়াও যাত্রী প্রতি চার্জ নেওয়া হয়।আইআরসিটিসি-র নিয়ম অনুসারে তৎকাল চার্জ দ্বিতীয় শ্রেণির জন্য বেসিক ভাড়ার ১০ শতাংশ এবং অন্যান্য শ্রেণির জন্য ৩০ শতাংশ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

টিকিট বাতিল ও রিফান্ডঃ

আইআরসিটিসি অনুসারে, তৎকালের নিশ্চিত টিকিট বাতিল করার ক্ষেত্রে কোনও টাকা ফেরত দেওয়া হবে না।তাৎক্ষণিক বাতিল এবং ওয়েটলিস্টে থাকা টিকিট বাতিলের ক্ষেত্রে রেলের নিয়ম অনুসারে চার্জ কেটে নেওয়া হবে।

About Author