Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

CBI এর কাছে সবকিছু স্বীকার করলেন আইপিএস মির্জা, এবার কি করতে চলেছে CBI?

নারদ কাণ্ডের অন্যতম অভিযুক্ত এস এম এইচ মির্জাকে আগেই গ্রেফতার করেছে সি বি আই। ১৫ অক্টোবর পর্যন্ত তাকে জেল হেফাজত দিয়েছে আদালত। এদিনের রায় এর পর সংবাদ মাধ্যমের কাছে যথেষ্ট…

Avatar

নারদ কাণ্ডের অন্যতম অভিযুক্ত এস এম এইচ মির্জাকে আগেই গ্রেফতার করেছে সি বি আই। ১৫ অক্টোবর পর্যন্ত তাকে জেল হেফাজত দিয়েছে আদালত। এদিনের রায় এর পর সংবাদ মাধ্যমের কাছে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। বলেন – সাড়ে তিন বছর ধরে যেসব কথা চেপে রেখেছিলাম।

সব বলেছি এই দুই- তিন দিনে। রেকর্ড হয়েছে। জমিয়ে রাখা কথা বলতে পেরে হালকা লাগছে। সি বি আই এর আইনজীবীর তরফ থেকে এদিন মহামান্য আদালত এর কাছে দাবি করা হয়, প্রাক্তন পুলিশ সুপার মির্জা যদি জামিন পান তাহলে তদন্ত প্রভাবিত করতে পারেন কারণ, তিনি প্রভাবশালী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অভিযুক্ত পক্ষের আইনজীবী দাবি করেন, মির্জা সব সময় তদন্তে সাহায্য করেছেন। যখনই ডাকা হয়েছে তখনই তিনি হাজিরা দিয়েছেন। তাকে জামিন দেওয়া হোক। দু পক্ষের সওয়াল জবাব শুনে বিচারক এদিন মির্জাকে জেল হেফাজতের নির্দেশ দেন।

About Author