Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পিছিয়ে গেল আইপিএলের নিলাম, জেনে নিন, কবে হবে

মুম্বই: পিছিয়ে গেল আইপিএলের (IPL) নিলাম (Auction)। হওয়ার কথা ছিল ১১ ফেব্রুয়ারি (February), কিন্তু তা হচ্ছে না। সেটা পিছিয়ে হতে পারে ১৮ ফেব্রুয়ারি। বোর্ডের এক কর্তা এক সংবাদসংস্থাকে এ কথা…

Avatar

মুম্বই: পিছিয়ে গেল আইপিএলের (IPL) নিলাম (Auction)। হওয়ার কথা ছিল ১১ ফেব্রুয়ারি (February), কিন্তু তা হচ্ছে না। সেটা পিছিয়ে হতে পারে ১৮ ফেব্রুয়ারি। বোর্ডের এক কর্তা এক সংবাদসংস্থাকে এ কথা জানিয়েছেন।সৌরভ গঙ্গোপাধ্যায় প্রবলভাবে চান, ভারতে আগামী আইপিএল হোক। আর সেটা নিয়ে বোর্ডের অন্দরে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। টিমগুলো ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, কোন কোন ক্রিকেটারকে তারা ধরে রাখছে আর কাকে ছাড়ছে।তবে সুত্রের খবর ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট শেষ হচ্ছে ১৭ ফেব্রুয়ারি। তারপরই নিলাম পর্ব আয়োজন করার কথা ভাবছে বিসিসিআই। অপর দিকে ইংল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচ নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।কেন্দ্রীয় সরকার যতই স্টেডিয়ামে পঞ্চাশ শতাংশ দর্শক রেখে অনুমতি দিক, আসন্ন ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম দু’টো টেস্ট দর্শকশূন্য রেখেই করার কথা ভাবা হচ্ছে। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে নেমে পড়বে ভারত।
About Author