এই নিবন্ধে আমরা আপনাদের বলে রাখি, বিগত এক বছর চোটের কারণে ক্রিকেটের বাইরে থাকার পর রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর শিবিরে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। তবে তিনি প্রথম ম্যাচ থেকে মাঠে নামবেন কিনা সে প্রসঙ্গে স্পষ্ট ধারণা দেয়নি ব্যাঙ্গালোর শিবির। উল্লেখ্য, রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আগামী ২রা মার্চ শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজেদের প্রথম আইপিএল ম্যাচ খেলবে।Virat Kohli at the Chinnaswamy Stadium ahead of the RCB Unbox Event. pic.twitter.com/PtdkcWnlws
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 26, 2023
Virat Kohli: অনুশীলনে যোগ দিলেন বিরাট, কোহলি-কোহলি ধ্বনিতে মুখরিত হল চিন্নাস্বামী স্টেডিয়াম
অপেক্ষার আর মাত্র দুটি প্রহর বাকি। আগামী ৩১শে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৬তম সংস্করনের মেগা আসর। প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নের গুজরাটের বিপক্ষে মাঠে নামবে শক্তিশালী চেন্নাই সুপার কিংস।…

আরও পড়ুন