একমাত্র বাঙালি ক্রিকেটার হিসেবে নাইট শিবিরে অবস্থান করছিলেন বাংলাদেশের তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। পুরো মরশুমের জন্য নাইট শিবিরে থাকতে না পারলেও গ্রুপ পর্যায়ে একাধিক ম্যাচ খেলার উদ্দেশ্যে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। বাংলাদেশ থেকে উড়ে এসে ইতিমধ্যে একটি ম্যাচও খেলেছেন লিটন কুমার দাস। যদিও সেই ম্যাচে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে পারেননি তিনি। তবুও পরবর্তী সুযোগের জন্য নাইট ড্রেসিং রুমে অপেক্ষায় ছিলেন তিনি।
তবে আজ একটি সংক্ষিপ্ত প্রেস কনফারেন্সে নাইট শিবিরের তরফ থেকে জানানো হয়েছে, ‘পরিবারের সদস্যের অসুস্থতার কারণে দেশে ফিরে গেছেন লিটন কুমার দাস।’ আমরা আপনাদের জানিয়ে রাখি, ছোট্ট কনফারেন্সে লিটন কুমার দাসের আইপিএলে প্রত্যাবর্তনের প্রসঙ্গে কোনরকম তথ্য প্রকাশ করা হয়নি। অর্থাৎ তিনি চলতি আইপিএলে নিজের শিবিরে আর যোগদান করবেন কিনা সে প্রসঙ্গে কোনো রকম তথ্য প্রকাশ করেনি লিটনের ফ্রাঞ্চাইজি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআমরা আপনাদের জানিয়ে রাখি, মেগা নিলামে ৫০ লক্ষ টাকা বেসিক প্রাইজে লিটন কুমার দাসকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে তিনি যে আইপিএলের পুরো আসর কলকাতার জন্য সার্ভিস দিতে পারবেন না, বিষয়টি আগেই নিশ্চিত করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে। পরে অবশ্য কলকাতা নাইট রাইডার্স শিবির কর্তৃক তাকে অনুরোধ করা হয় পুরো আইপিএল থেকে সরে দাঁড়ানোর জন্য। তবে ফ্রাঞ্চাইজির সেই অনুরোধে কর্ণপাত করেননি লিটন কুমার দাস।
উল্লেখ্য, নাইট শিবিরে ডাক পাওয়া অন্য এক বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসান ফ্রাঞ্চাইজির অনুরোধে চলতি আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেও লিটন কুমার দাস কয়েকটি ম্যাচ খেলতে যোগ দেন শিবিরে। তবে তার ক্যারিয়ারের প্রথম ম্যাচেই নিজের ফ্রাঞ্চাইজিকে চরম হতাশা জনক পারফরমেন্স উপহার দেন তিনি।