খেলাক্রিকেট

IPL থেকে নাম প্রত্যাহার করলেন জেসন রয়, পরিবর্তক হিসেবে সুযোগ পেতে পারেন সুরেশ রায়না

Advertisement
Advertisement

মেগা আইপিএল উপলক্ষ্যে গত ১২ এবং ১৩ই ফেব্রুয়ারি ব্যাঙ্গালোরে আসন্ন আইপিএলের মেগা আসর উপলক্ষে মেগা অকশনের আয়োজন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে দেশি ও বিদেশি ক্রিকেটার মিলিয়ে মোট ৫৯০ জন ক্রিকেটারের নাম উঠেছিল নিলামে। যার মধ্যে ২০৪ জন এমন ক্রিকেটার রয়েছেন, যারা কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলার সুযোগ পেয়েছেন। যার মধ্যে নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্সের জার্সিতে খেলার সুযোগ পেয়েছিলেন জেসন রয়। আপনাদের জানিয়ে রাখি, আগামী ২৬শে মার্চ আইপিএলের ১৫তম আসরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।

Advertisement
Advertisement

আইপিএলের ১৫তম আসরে প্রথমবার মেগা নিলামে বিক্রি হয়েছিল ইংলিশ ক্রিকেটার জেসন রয়। জেসন রয়ের গুজরাট টাইটান্সের হয়ে আইপিএলের মেগা আসরে মাঠে নামার কথা ছিল। তবে শেষ মুহূর্তে এসে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংলিশ ক্রিকেটার জেসন রয়। বিষয়টি নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে ক্রিকেটমহলে। যেখানে ভারতীয় প্রিমিয়ার লিগের একটি আসরে খেলার জন্য পৃথিবীব্যাপী ক্রিকেটাররা মুখিয়ে থাকেন, সেখানে দুর্দান্ত সুযোগ পেয়েও তা হেলায় ছেড়ে দিলেন ইংলিশ এই মারকুটে ক্রিকেটার। আর এই বিষয়টি নিয়ে চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

Advertisement

জেসন রয় আইপিএল থেকে নাম প্রত্যাহার করতেই তার স্থানে ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাকে অন্তর্ভুক্ত করা হোক, এমনটাই দাবি করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আইপিএল কতৃপক্ষের দৃষ্টি আকর্ষনে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে একটি প্রচারণা শুরু করেছে সুরেশ রায়নার সমর্থকরা। আমরা আপনাদের জানিয়ে রাখি, আইপিএলের প্রথম আসর থেকে ধারাবাহিকভাবে সাফল্যের সাথে খেলে আসছেন সুরেশ রায়না। তবে চলতি বছর ভারতীয় প্রিমিয়ার লিগের মেগা আসরে প্রথমবারের মতো অবিক্রিত থেকেছেন মিস্টার আইপিএল। এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সুরেশ রায়না আইপিএলের ইতিহাসে সফলতম ব্যাটসম্যানদের মধ্যে একজন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button