Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

IPL 2022: বঙ্গবাসীর জন্য সুখবর, আইপিএলের একাধিক ম্যাচ আয়োজিত হতে পারে ইডেন গার্ডেন্সে

অবশেষে মহারাষ্ট্রের বাইরে আইপিএলের মেগা আসরের একাধিক ম্যাচ আয়োজিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সূত্রের খবর, কলকাতার ইডেন গার্ডেন্স এবং গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের প্লে অফের একাধিক ম্যাচ আয়োজন করার…

Avatar

অবশেষে মহারাষ্ট্রের বাইরে আইপিএলের মেগা আসরের একাধিক ম্যাচ আয়োজিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সূত্রের খবর, কলকাতার ইডেন গার্ডেন্স এবং গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের প্লে অফের একাধিক ম্যাচ আয়োজন করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও খবরের সত্যতা এখনো বিচার্য। কোভিড পরিস্থিতির কারণে শুধুমাত্র মহারাষ্ট্রে আইপিএল ২০২২-এর মেগা আসরের আয়োজন করার পরিকল্পনা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই ক্রমে ইতিমধ্যে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ আইপিএলের ষষ্ঠ ম্যাচে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে কলকাতা নাইট।

জানা গেছে, প্লে-অফের একাধিক ম্যাচ আয়োজন করার পরিকল্পনা রয়েছে ইডেন গার্ডেন্সে। এখনও পর্যন্ত যা খবর, আইপিএল-এর একটি কোয়ালিফায়ার ও একটি এলিমিনেটর ম্যাচ আয়োজিত হতে পারে ক্রিকেটের নন্দন কাননে। ফাইনাল এবং একটি কোয়ালিফায়ার ম্যাচ গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হওয়ার সম্ভাবনা প্রবল। দেশে করোনা পরিস্থিতির অবনতি না ঘটলে এই সিদ্ধান্ত নিতে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং সচিব জয় সাহা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে বিভিন্ন গ্রাউন্ডে খেলার আয়োজন করলে গ্রাউন্ডে দর্শক প্রবেশের অনুমতি পাবে কিনা সে বিষয় রয়েছে একাধিক প্রশ্ন। গত ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হয়েছিল ইডেনে। শেষ ম্যাচে দর্শক প্রবেশের অনুমতিও দেওয়া হয়েছিল। যদিও সেটা সীমিত সংখ্যক। এখন আইপিএল-এর প্লে-অফ ম্যাচ দেখার অনুমতি সাধারণ মানুষ পায় কিনা সেটাই দেখার। বর্তমানে গ্রুপ পর্যায়ের ম্যাচগুলোতে এক-তৃতীয়াংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে ক্রিকেট গ্রাউন্ড এর পরিসীমা বাড়লে আইপিএলের জৌলুস আরো বাড়বে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

About Author