মাতৃকালীন অবস্থায় মুড সুইং হয়। কখনো আনন্দ কখনো চিন্তা আবার কখনো মন খারাপের পালা চলে। সেরকমই সন্তানসম্ভবা অনুষ্কাকে দেখা গেল বিভিন্ন মুডে। RCB বনাম SRH ম্যাচে গ্যালারিতে বসে বিরাটের খেলা উপভোগ করছিলেন অনুষ্কা। সেই সময় ক্যামেরা ধরা দেন অনুষ্কা। পরনে লাল ড্রেস। মুখে কখনো প্রাণখোলা হাসি তো কখনো হালকা চিন্তা তো কখনো ব্যস্ততা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowনিজের মোবাইলে ব্যস্ত অভিনেত্রী। পরনে লাল রঙের বেলুন ড্রেস।
চিন্তা করছেন অনুষ্কা। কিন্তু কেন? আরে মশাই শনিবার মাঠে চলছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ-এর ম্যাচ। সব মনোযোগ যে বিরাটের জন্যে।
শেষে দিলেন একগাল প্রাণখোলা হাসি। এমন হাসিতেই পরিচিত অনুষ্কা।