টেক বার্তা

ড্যুরেবিলিটি টেস্টে ব্যর্থ iPhone 15 Pro Max, সেকেন্ডের মধ্যে ভেঙে টুকরো হচ্ছে 2 লাখের ফোন

গত 7 বছর পর iPhone 15 Pro Max-এর সাথে ড্যুরেবিলিটি পরীক্ষা করা হয়েছে। যেখানে পুরোপুরি ব্যর্থ পারফরমেন্স করেছে iPhone 15 Pro Max।

×
Advertisement

দীর্ঘ অপেক্ষার পর ভারতের বাজারে সদ্য লঞ্চ হয়েছে iPhone-এর লেটেস্ট মডেল iPhone 15 Pro Max। ভারতের বাজারে শক্তিশালী এই স্মার্টফোনটি লঞ্চ হওয়ার পর থেকে উদ্মাদনার জোয়ারে ভাসছে তরুণ-তরুণীরা। সদ্য লঞ্চ হওয়া এই ফোনটি ক্রয় করতে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে অ্যাপেল স্টোরে ভিড় জমাচ্ছেন তারা। আপনার জানলে অবাক হবেন, 2 লাখ টাকার এই ফোন ভারতের বাজারে লঞ্চ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আউট অফ স্টক হয়ে গিয়েছিল।

Advertisements
Advertisement

তবে সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও দেখার পর রীতিমতো হতাশ হয়ে পড়ছেন আইফোনের গ্রাহকরা। গত 7 বছর পর iPhone 15 Pro Max-এর সাথে ড্যুরেবিলিটি পরীক্ষা করা হয়েছে। যেখানে পুরোপুরি ব্যর্থ পারফরমেন্স করেছে iPhone 15 Pro Max। শুরুতে ফোনের কোন ক্ষতি না হলেও 5 সেকেন্ড এর মধ্যে ভেঙে টুকরো হয়ে গেছে স্মার্টফোনের ব্যাক প্যানেল। যা রীতিমতো হতাশ করেছে iphone প্রেমীদের।

Advertisements

আমরা আপনাদের জানিয়ে রাখি, iPhone 15 Pro Max-এর সঙ্গে ডিউরেবিলিটি পরীক্ষা করেছে জনপ্রিয় টেক ইউটিউবার JerryRigEverything। উল্লেখ্য, ইতিপূর্বে 2014 সালে iPhone 6 Plus স্মার্ট ফোন নিয়ে ডিউরেবিলিটি পরীক্ষা করা হয়েছিল। তবে সেই পরীক্ষায়ও পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছিল iPhone। তবে ইতিপূর্বে কোম্পানীর তরফ থেকে দাবী করা হয়েছে, আইফোন 15 প্রো সিরিজে অ্যারোস্পেস-গ্রেডের টাইটেনিয়ম ব্যবহার করেছে। যা অন্যান্য ফোনের তুলনায় হালকা এবং যথেষ্ট শক্তিশালী। তবে চাক্ষুষ পরীক্ষায় সম্পূর্ণ ভিন্ন রেজাল্ট দিয়েছে iPhone 15 Pro Max।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button