Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Money Making Tips: ১০০ টাকা জমিয়ে হয়ে যাবেন কোটিপতি, জানুন কীভাবে

সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (এসআইপি) এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ২০২৪ সালের এপ্রিলে প্রথমবারের জন্য ২০ হাজার কোটি টাকা ছাড়িয়েছিল। এই সময়ের মধ্যে SIP বিনিয়োগ ২০২৪ সালের মার্চ মাসে ১৯ হাজার…

Avatar

সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (এসআইপি) এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ২০২৪ সালের এপ্রিলে প্রথমবারের জন্য ২০ হাজার কোটি টাকা ছাড়িয়েছিল। এই সময়ের মধ্যে SIP বিনিয়োগ ২০২৪ সালের মার্চ মাসে ১৯ হাজার ২৭১কোটি টাকা থেকে বেড়ে ২০ হাজার ২৩৭ কোটি টাকায় পৌঁছেছে।তবে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে প্রবাহ মার্চের ২২,৬৩৩ কোটি টাকা থেকে ১৬ শতাংশ কমে ১৮,৯১৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। লার্জক্যাপ ফান্ডে বিনিয়োগ প্রবাহ কমে যাওয়ায় ইক্যুইটি মিউচুয়াল ফান্ডের দরপতন হয়েছে। এটি টানা ৩৮ তম মাস যে ইক্যুইটি ফান্ডগুলি নেট প্রবাহ দেখেছে। অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া (অ্যামফি) অনুসারে, গত মাসে মিউচুয়াল ফান্ড শিল্পে ২.৪ লক্ষ কোটি টাকার প্রবাহ দেখা গেছে। মার্চ মাসে ১.৬ লক্ষ কোটি টাকা বহির্মুখী হয়েছিল।Money Making Tips: ১০০ টাকা জমিয়ে হয়ে যাবেন কোটিপতি, জানুন কীভাবেএপ্রিল মাসে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে নেট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট (এইউএম) বেড়ে হয়েছে ৫৭.২৬ লক্ষ কোটি টাকা। মার্চের শেষে যা ছিল ৫৩.৫৪ লক্ষ কোটি টাকা। লার্জ ক্যাপ ফান্ডে ইনফ্লো কমে দাঁড়িয়েছে ৩৫৭ কোটি টাকায়। মার্চে যা ছিল ২,১২৮ কোটি টাকা। ইএলএসএস ১৪৪ কোটি টাকার বহিঃপ্রবাহ দেখেছে।মিউচুয়াল ফান্ডে গড় রিটার্ন ১২ শতাংশ। প্রতিদিন ১০০ টাকা সঞ্চয় করেন, তাহলে তিনি মাসে ৩,০০০ টাকা সাশ্রয় করবেন। এসআইপি ক্যালকুলেটর অনুযায়ী, ১২ শতাংশে ৯৫,০৯,৭৪১ টাকা ফেরত পাবেন।
About Author