মাত্র ২০,০০০ টাকা বিনিয়োগ করে শুরু করুন এই ব্যবসা, মাসে বাম্পার অর্থ উপার্জন হবে

আজকাল চাকরি ছেড়ে অনেকেই ব্যবসা করতে চাইছেন

Advertisement

Advertisement

আজকালকার দিনে যতই যোগ্যতা থাকুক না কেন চাকরি পাওয়া বেশ মুশকিল হয়ে যাচ্ছে। তাই কম বয়সী যুবক-যুবতীরা আজকাল বিভিন্ন ব্যবসা বা স্টার্টআপ করার চিন্তা ভাবনা করছেন। তবে যেকোনো ব্যবসা শুরু করার আগে ভাবা উচিত যে কি ধরনের ব্যবসা করলে কম বিনিয়োগ করে বেশি মুনাফা অর্জন করা যায়। অনেকে ব্যবসা শুরু করার চিন্তাভাবনা রাখলেও আইডিয়া পান না কি বিষয়ে ব্যবসা শুরু করবেন। তাদের জন্যই আমাদের আজকের এই প্রতিবেদন।

Advertisement

খুব কম বিনিয়োগ করে আজকাল অনেক ধরনের ব্যবসা শুরু করা যায়। আজকে আপনাদের এমন কিছু ব্যবসা সমন্ধে আইডিয়া দেবো যা ঘরে বসেও শুরু করা যায়। তাই অনেক গৃহবধূ এই কাজ করতে পারবেন। আর এই সমস্ত ব্যবসা শুরু করতে মাত্র ২০,০০০ টাকা প্রাথমিক বিনিয়োগ করতে হবে। তারপর অবশ্য এই ব্যবসা থেকে লাখ লাখ টাকা উপার্জন করতে পারেন আপনি।

Advertisement

১) শিশুপন্য ব্যাবসা:

Advertisement

আজকাল প্রত্যেক মা বাবা তাঁদের সন্তানের জন্য ভালো প্রোডাক্ট ব্যবহার করতে চান। তাই মার্কেটে নিরাপদ ও পরিবেশ বান্ধব শিশুপণ্যের চাহিদা বাড়ছে। আপনি বাড়ি বসেই অর্গানিক বেবি প্রোডাক্টের ব্যবসা করতে পারেন। খেলনা, বাচ্চাদের স্কিনকেয়ার প্রোডাক্ট, শিশুদের খাবার বিক্রি করে ভালো মুনাফা আয় করতে পারবেন।

২) নার্সারি প্ল্যান্ট ব্যবসা:

আজকাল ঘর সাজানো বা বাগান তৈরি করা মানুষের হবি হয়ে উঠেছে। তাই বাগান বা ইনডোর এর জন্য অনেকেই নার্সারি থেকে চারাগাছ কেনেন। আপনি অনলাইন মাধ্যমে এমন একটি নার্সারি খুলতে পারেন। জনপ্রিয় উদ্ভিদের জাত, বিরল প্রজাতি এর গাছ রাখলে সেল ভালোই হবে।

৩) অর্গানিক ফার্মিং:

ভেজালের জগতে শরীর স্বাস্থ্য ঠিক রাখতে মানুষ অর্গানিক উপায়ে তৈরি শাকসবজি খেতে চাইছেন। তাই আপনি অর্গানিক ফার্ম তৈরি করে তাতে শাকসবজি, ফলমূল, ঔষধি গাছ তৈরি করতে পারেন। এইসব জিনিস বিক্রি করে ব্যাপক আয় হবে আপনার।

Recent Posts