পোস্ট অফিসের এই প্রকল্পে ১০ হাজার টাকা বিনিয়োগ করে পেয়ে যান ৭ লক্ষ টাকা, জেনে নিন সমস্ত হিসাব-নিকাশ

ভারত সরকারের সবথেকে বিশ্বস্ত আর্থিক সংস্থা পোস্ট অফিস এই মুহূর্তে ভারতের সাধারণ নাগরিকদের জন্য একটি দারুণ প্রকল্প নিয়ে হাজির হয়েছে

Advertisement

Advertisement

দেশের বৃহত্তম সরকারি সংস্থা ভারতীয় পোস্ট অফিস মাঝেমধ্যেই বিভিন্ন পরিকল্পনা নিয়ে আসে ভারতের সাধারণ মানুষের উন্নতিকল্পে। এতে বিনিয়োগ করে মানুষ বাম্পার সুবিধা পেয়ে থাকেন। বর্তমানে পোস্ট অফিসের একটি নতুন প্রকল্প বেশ জনপ্রিয় হয়ে উঠেছে যেখানে পাঁচ বছরের বিনিয়োগে আপনি শক্তিশালী রিটার্ন পেয়ে যাচ্ছেন। পোস্ট অফিসের এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট। পোস্ট অফিস এই সরকারি প্রকল্পে ৬.৫ শতাংশ সুদের সুবিধা দেবে। এক এবং দুই বছরের ফ্যাট ফান্ড আপনি পেতে পারেন এই প্রকল্পে বিনিয়োগ করলে।

Advertisement

আপনি যদি এই প্রকল্পে প্রতিমাসে ১০ হাজার টাকা করে বিনিয়োগ করেন তাহলে পাঁচ বছর পরে আপনি ৭,১০,০০০ টাকার একটা বিশাল মোটা ফান্ড তৈরি করে নিতে পারবেন। এতে আপনি আমার মত হিসেবে দেবেন ৬ লক্ষ টাকা এবং পোস্ট অফিস আপনাকে ১ লক্ষ ১০ হাজার টাকা সুদ হিসেবে দেবে। আপনি যদি ১ থেকে ১৫ তারিখের মধ্যে রেকারিং ডিপোজিট ওপেন করেন তাহলে প্রতিমাসের ১৫ তারিখের মধ্যে আপনাকে বিনিয়োগ করতে হবে। আর যদি আপনি ১৫ তারিখের পরে অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনাকে মাসের শেষের মধ্যে বিনিয়োগ করতে হবে। তবে যদি আপনি বিনিয়োগ করতে না পারেন তাহলে আপনার কিন্তু টাকা কেটে নেওয়া হতে পারে একাউন্ট থেকে।

Advertisement

আপনাদের জানিয়ে রাখি, পোস্ট অফিস রেকারিং ডিপোজিট এর ক্ষেত্রে নতুন সুদের হার ১লা জুলাই থেকে কার্যকর হতে চলেছে। তবে সুদের হারের ক্যালকুলেশন কিন্তু তিন মাসের নিরিখে হবে। প্রতি তিন মাস অন্তর আপনার রেকারিং ডিপোজিট একাউন্টে সুদ জমা করা হবে। এই প্রকল্পটি পাঁচ বছরের জন্য হবে এবং পাঁচ বছরের পরে আপনার সুদের টাকা আপনি পেয়ে যাবেন।

Advertisement

Recent Posts