Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আমেরিকার টাইমস স্কোয়ারে দেখা যাবে রাম মন্দিরের ভুমিপুজো, সারাদিন চলবে রাম নাম

আগামী ৫ আগস্ট রাম মন্দিরের ভুমিপুজো। আর ওই দিন দেশের সমস্ত হিন্দু সম্প্রদায় ও রামভক্তদের জন্য এক ঐতিহাসিক দিন হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রাম ভূমি অযোধ্যাতে রাম…

Avatar

আগামী ৫ আগস্ট রাম মন্দিরের ভুমিপুজো। আর ওই দিন দেশের সমস্ত হিন্দু সম্প্রদায় ও রামভক্তদের জন্য এক ঐতিহাসিক দিন হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রাম ভূমি অযোধ্যাতে রাম মন্দিরের শিলান্যাস হবে। এর পাশাপাশি ওই দিন অযোধ্যার রাম মন্দিরের ভূমি পুজোর সম্প্রসারণ আমেরিকার নিউ ইয়র্কের প্রসিদ্ধ টাইমস স্কোয়ারে দেখা যাবে।

আমেরিকান ইন্ডিয়ান পাবলিক অ্যাফেয়ার্স সংগঠনের সদস্য প্রবাসী ভারতীয় জগদীশ শেওয়ানি বলেন যে এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকার জন্য সবরকম প্রস্তুতি সেরে ফেলা হয়েছে এখন শুধু পাঁচই আগস্টের অপেক্ষায় রয়েছে। ৫ তারিখ নাসডাকের বৃহৎ জায়েন্ট স্ক্রিনে হিন্দি আর ইংরেজিতে ‘জয় শ্রী রাম লেখা বড় হরফে ফুটে উঠবে। আর সেদিন সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত রামময় হবে টাইমস স্কোয়ার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তিনি আরও জানিয়েছেন, সেদিন জায়েন্ট স্ক্রিনে রাম মন্দিরের ভূমি পুজো তো দেখানো হবে, তার সাথে দেখানো হবে রাম মন্দিরের ডিজাইন আর স্থাপত্য। আর ঐদিন সবাইকে মিষ্টিও বিতরণ করা হবে। এই দিন জীবনে একবারই আসে আর সেই কারণে সেই সময়কে কোনরকম ভাবে মিস করতে পারবেন না বলে জানিয়েছেন। এমনকি এই সুন্দর দিন পাবার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও জানিয়েছেন তিনি। ওই দিন ঐতিহাসিক কারণ নিউ ইউর্কের ১৭ হাজার স্কোয়ার ফুট বিলবোর্ডে ভেসে উঠবে রাম মন্দিরের ভূমি পুজোর দৃশ্য। অর্থাৎ রাম মন্দির শুধু ভারতের কাছেই নয়, আমেরিকার কাছেও খুব গুরুত্বপূর্ণ।  তাই রাম মন্দিরের ভুমিপুজো নিয়ে শুধু ভারতই না, আমেরিকাও অধীর আগ্রহে অপেক্ষা করছে।

About Author