কারোর মতে অভিনেত্রী দীপিকা পাডুকোনকে নকল করেন। আবার কারোর মতে এই ভিডিওতে বাস্তবের ছাপ স্পষ্ট। অন্য আরেকজন বলেছেন, তিনি মেকাপ ছাড়াই চলে এসেছেন প্রকাশ্যে। এছাড়াও একাধিক অপ্রীতিকর মন্তব্য দেখা গিয়েছে ভিডিওর কমেন্টবক্সে। তবে অভিনেত্রীকে এই প্রসঙ্গে প্রকাশ্যে কোনোরকম মন্তব্য করতে দেখা যায়নি। এই ধরনের ট্রলিংকে পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। কারণ বলি ডিভাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে প্রায়ই। অপ্রীতিকর মন্তব্যের পাশাপাশি অভিনেত্রীর ভক্তরা সবসময়ের মতোই প্রশংসায় ভরিয়েছেন তাকে। তবে সম্প্রতি এই ভিডিওকে কেন্দ্র করেই পুনরায় মিডিয়ায় চর্চিত হলেন তিনি।আলিয়া ভাট অভিনীত গঙ্গুবাই বক্সঅফিসে ভালোই সাড়া ফেলেছে, তা স্পষ্ট। তবে এরপর অয়ন মুখার্জ্জী পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে প্রমবারের জন্য নিজের প্রেমিক রণবীর কাপুরের সাথে জুটি বাঁধতে চলেছেন আলিয়া ভাট। এই ছবিতে তাদের স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে বলিউডের বচ্চন সাহেবের সাথে। এই ছবিতে বচ্চন সাহেব ছাড়াও দেখা মিলবে নাগার্জুন ও মৌনি রায়ের। চলতি বছরের ৯’ই সেপ্টেম্বর এই ছবি মুক্তির কথা রয়েছে। এছাড়াও ‘রকি অ্যান্ড রানি কি লাভ স্টোরি’তে রণবীর সিংয়ের বিপরীতে দেখা মিলবে অভিনেত্রীর। আপাতত অভিনেত্রীর অনুরাগীরা ‘ব্রহ্মাস্ত্র’এর অপেক্ষায়।
প্রমোশনের সময় চমৎকার পোজ, ভিডিও ভাইরাল হতেই ট্রোলড হলেন আলিয়া ভাট
সঞ্জয় লীলা বানশালী পরিচালিত 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' আলিয়া ভাটের জীবনের একটি মাইলফলক হয়ে রয়ে যাবে, তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই এই ছবি রীতিমতো প্রশংসিত হয়েছে দর্শকমহলে। প্রশংসা পেয়েছে বলিউডের অন্দরেও। উল্লেখ্য, এই…

আরও পড়ুন