Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাজল বিয়ের সানাই, চুপিসারে বিয়ে সারলেন ইন্দ্রাশিস-সৌরভী, দেখুন ছবি

টলিটাউনে এই মুহূর্তে ফুটেছে বিয়ের ফুল।   মিডিয়া যখন ব্যস্ত ছিল অভিনেতা সৌরভ ব্যানার্জি (saurav Banerjee) ও অভিনেত্রী ত্বরিতা চ্যাটার্জি (Twarita chatterjee)-এর বিয়ে কভার করতে, তখন চুপিসারে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা…

Avatar

টলিটাউনে এই মুহূর্তে ফুটেছে বিয়ের ফুল।   মিডিয়া যখন ব্যস্ত ছিল অভিনেতা সৌরভ ব্যানার্জি (saurav Banerjee) ও অভিনেত্রী ত্বরিতা চ্যাটার্জি (Twarita chatterjee)-এর বিয়ে কভার করতে, তখন চুপিসারে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা ইন্দ্রাশিস রায় (Indrashish Roy) এবং সৌরভী তরফদার (sauravi tarafdar)। করোনা অতিমারীর কারণে লকডাউন না চললেও ট্রমা থেকে এখনও অনেকেই  মুক্ত হতে পারেননি। ইন্দ্রাশিসও তাই কোনো ঝুঁকি নেননি।বাজল বিয়ের সানাই, চুপিসারে বিয়ে সারলেন ইন্দ্রাশিস-সৌরভী, দেখুন ছবি16 ই জানুয়ারি ঘরোয়া অনুষ্ঠানে, দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করলেন ইন্দ্রাশিস ও সৌরভী। ইন্দ্রাশিসের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী অনিন্দিতা বোস (anindita bose) এবং অভিনেতা সৌরভ দাস (Saurav das)। ইন্দ্রাশিস ও অনিন্দিতার বন্ধুত্ব শুরু হয়েছিল স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘গানের ওপারে’থেকে। সময়ের সঙ্গে তা পাকাপোক্ত হয়েছে। অনিন্দিতা ও সৌরভ দুজনেই ইন্দ্রাশিস ও সৌরভী বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিগুলি যথেষ্ট ভাইরাল হয়েছে।  নেটিজেনরাও  নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।  কিন্তু ইন্দ্রাশিস বা সৌরভী এখনও নিজেরা নিজেদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি।বাজল বিয়ের সানাই, চুপিসারে বিয়ে সারলেন ইন্দ্রাশিস-সৌরভী, দেখুন ছবিইন্দ্রাশিস ও সৌরভীর প্রেম দীর্ঘদিনের। গত বছর দুজনকে একসঙ্গে পরিচালক সৃজিত মুখার্জি(srijit Mukherjee) ও রাফিয়াত রাশিদ মিথিলা (Rafiyat Rashid Mithila)-র বিয়েতে দেখা গিয়েছিল। অভিনেতা গৌরব চক্রবর্তী (Gaurav Chakraborty) ও ঋদ্ধিমা চক্রবর্তী (Ridhima Chakraborty)-র জন্মদিনের পার্টিতেও একসঙ্গে গিয়েছিলেন ইন্দ্রাশিস ও সৌরভী। সেই সময় ইন্দ্রাশিস ও সৌরভীকে তাঁদের বিয়ে নিয়ে প্রশ্ন করা হলেও তাঁরা দুজনেই এড়িয়ে গিয়েছেন। কিন্তু 16 ই জানুয়ারি সব জল্পনার অবসান ঘটিয়ে ইন্দ্রাশিস ও সৌরভী গাঁটছড়া বেঁধে পরিণতি দিলেন তাঁদের দীর্ঘদিনের প্রেমকে।
About Author