Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হোটেলে ডেকে জামা খোলার চেষ্টা করেন প্রযোজক, বিস্ফোরক অভিনেত্রী ইন্দ্রাণী হালদার

ছোটপর্দা হোক কিংবা বড়পর্দা দুই জায়গাতেই নিজের আধিপত্য বিস্তার করে রেখেছেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার। কখনো তিনি দর্শকদের কাছে 'গোয়েন্দা গিন্নি' আবার কখনো 'শ্রীময়ী'। বারবার নতুন নতুন চরিত্রে পর্দায় ফিরে আসেন…

Avatar

ছোটপর্দা হোক কিংবা বড়পর্দা দুই জায়গাতেই নিজের আধিপত্য বিস্তার করে রেখেছেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার। কখনো তিনি দর্শকদের কাছে ‘গোয়েন্দা গিন্নি’ আবার কখনো ‘শ্রীময়ী’। বারবার নতুন নতুন চরিত্রে পর্দায় ফিরে আসেন তিনি। তবে ইন্ডাস্ট্রিতে এসেই ইন্দ্রানী হালদার হয়ে যাননি অভিনেত্রী। তাকেও একটা সময় অনেককিছুর মুখোমুখি হতে হয়েছে। সম্প্রতি তার একটি বাজে অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এসেছে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই সেকথা সামনে এনেছিলেন।

ইন্দ্রানী হালদার বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী। অল্পবয়সে অভিনয়ের সুযোগের আশায় মুম্বাই গিয়েছিলেন তিনি। সেখানে গিয়েই ছবির প্রযোজকের কাছ থেকে কুপ্রস্তাব পেয়েছিলেন তিনি। কাস্টিংয়ের সময় এমন সব ঘটনার সম্মুখীন হওয়া অভিনেত্রীদের কাছে নতুন কিছু নয়। তবে এমনভাবে অভিনয়ের সুযোগ পেতে নারাজ ছিলেন তিনি। ভাগ্যের জোরে সেই পরিস্থিতি থেকে সেদিন বেরিয়ে এসেছিলেন অভিনেত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অভিনেত্রীর কথায়, মুম্বাইতে গিয়েই থাকার জায়গা হিসেবে খুব সাদামাটা একটি হোটেলের বন্দোবস্ত করা হয়েছিল তার জন্য। সেটিই প্রথম খটকা লাগার কারণ ছিল তার কাছে। তিনি মুম্বাইতে পৌঁছানোর পরেই প্রযোজকের কাছ থেকে তার কাছে ফোন আসে। তৎক্ষণাৎ তিনি জানান তিনি অভিনেত্রীর সাথে দেখা করতে চান। এরপরেই তিনি পৌঁছে যান তার সেই হোটেল রুমে। সেখানেই অভিনেত্রীকে ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন সেই প্রযোজক। তিনি অভিনেত্রীকে বলেছিলেন, তিনি তাকে অনেক বড় তারকা বানিয়ে দেবেন। তার মতো অনেক অভিনেত্রীই তার পায়ের নীচে থাকে। ঐ পরিস্থিতিতে কিছুটা হলেও ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। কান্নাকাটিও করেছিলেন সেইসময়। অভিনেত্রী এইভাবে কাজের সুযোগ কখনোই পেতে চাননি। সেদিনের সেই ঘটনা তার জেদ বাড়িয়ে দিয়েছিল অনেকগুণ।

আর সেই জেদের জন্যই আজ তিনি টলিউডের ইন্দ্রানী হালদার হয়ে উঠতে পেরেছেন। খুব শীঘ্রই সুদীপ দাস পরিচালিত ‘কুলের আচার’এ মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। মধুমিতা সরকার, বিক্রম চ্যাটার্জী, নীল মুখোপাধ্যায়ের মতো একাধিক তারকারাও রয়েছেন এই ছবিতে। বিয়ের পর মেয়েদের পদবী বদলে ফেলা নিয়েই শুরু হবে গল্প। গল্পের চরিত্র মিঠি বিয়ের পর নিজের পদবী বদলাতে নারাজ। আর সেই নিয়েই শুরু হবে ঝামেলা। পাশাপাশি এগোবে গল্প। শেষপর্যন্ত কি হবে সেটাই দেখার! আগামী ১৫’ই জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি অপেক্ষায় দর্শকরাও।

About Author