Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Indrani Haldar: জন্মদিনের অনুষ্ঠান বাতিল! কোভিড সচেতনতায় উৎসর্গ করলেন দিনটি

সকলের প্রিয় ইন্দ্রানী হালদার অর্থাৎ পর্দার শ্রীময়ীয়ের জন্মদিন আজ, ৬-ই জানুয়ারি। আর জন্মদিনের আগেই আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী জানিয়েছেন নিজের এই বিশেষ দিনটি কিভাবে কাটাবেন তিনি। এবছর জন্মদিনের দিনটা কোভিড সচেতনতা…

Avatar

By

সকলের প্রিয় ইন্দ্রানী হালদার অর্থাৎ পর্দার শ্রীময়ীয়ের জন্মদিন আজ, ৬-ই জানুয়ারি। আর জন্মদিনের আগেই আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী জানিয়েছেন নিজের এই বিশেষ দিনটি কিভাবে কাটাবেন তিনি। এবছর জন্মদিনের দিনটা কোভিড সচেতনতা উপলক্ষে উৎসর্গ করেছেন, তা তিনি নিজেই জানিয়েছেন। ‘বন্ধু’ সংগঠনের উদ্যোগে এদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন থাকবে বলেই জানিয়েছেন তিনি। এই অনুষ্ঠানে কিছু মানুষের হাতে উপহার তুলে দেবেন অভিনেত্রী, তার কথা থেকে এও জানা গিয়েছে।রোজের মত এই দিনটাও জগন্নাথ দেবের পূজা দিয়েই শুরু করবেন অভিনেত্রী। ফুল দিয়ে সুন্দর করে সাজাবেন ঠাকুরের আসন। তারপরেই নির্দিষ্ট সময় মত নিউ আলিপুরে পৌঁছে যাবেন আয়োজিত অনুষ্ঠানে। সেখানেই জন্মদিনের কেক কাটবেন অভিনেত্রী। একথা তিনি নিজেই জানিয়েছেন।জন্মদিন মানেই উপহার। জন্মদিনে আগাম কি উপহার পেয়েছেন অভিনেত্রী? এ কথা জিজ্ঞেস করতেই তিনি জানিয়েছেন, তার ডিজাইনার বন্ধু ঋতু দাসানি একটি কুর্তি আর প্যান্টের সেট উপহার দিয়েছেন তাকে। জন্মদিনের দিন সেই পোশাকটাই পড়বেন তিনি। আর মায়ের কাছ থেকে পেয়েছেন একটা সোনার পেনডেন্ট। তিনি সোনা পড়তে ভালোবাসেন, তাই জন্যই তার মা এই উপহার দিয়েছেন তাকে। নিজের এই বিশেষ দিনে এই দুটি উপহারেই সাজবেন অভিনেত্রী।জন্মদিনে উপহারের পাশাপাশি খাওয়া-দাওয়াটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এদিন অভিনেত্রীর খাওয়ার মেনুতে থাকবে, ভাত, ডাল, পাঁচ রকম ভাজা, তরকারি, মাছ, মাংস আর সাথে তার মায়ের হাতের পায়েস। প্রতি বছর এই দিনটায় তার বাড়িতে আমন্ত্রিত থাকেন বহুজন। তবে এই বছর করোনা আবহের কথা মাথায় রেখে কাউকে নিজে থেকে আমন্ত্রণ জানাননি তিনি। তবে প্রতিবছরের মত এই বছরেও তার বাড়ির দরজা খোলা থাকবে সকলের জন্য।‘শ্রীময়ী’ শেষ হয়ে যাওয়ার পরে আপাতত এক মাস ছুটিতে রয়েছেন অভিনেত্রী। ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবেন তিনি। শুরু হবে তার চেনা ব্যস্ত সিডিউল। ফেব্রুয়ারি মাসেই ‘কুলের আচার’ ছবিতে শাশুড়ির ভূমিকায় বড়পর্দায় দেখা মিলবে তার। এছাড়াও মার্চ মাস থেকে শুরু করবেন মৈনাক ভৌমিক পরিচালিত ‘ছুটকি’র শুটিং।
About Author