Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Chhotolok: সুখবর! আবারও পর্দায় একইসাথে শ্রীময়ী-জুন আন্টি

'শ্রীময়ী' স্টার জলসার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক। যা ইতিমধ্যেই ইতি টেনেছে টেলিভিশনের পর্দায়। তবে ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই পর্দার শ্রীময়ী ও জুন আন্টিকে আবারো একসাথে দেখতে চাইছিলেন দর্শকরা। বলাই…

Avatar

‘শ্রীময়ী’ স্টার জলসার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক। যা ইতিমধ্যেই ইতি টেনেছে টেলিভিশনের পর্দায়। তবে ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই পর্দার শ্রীময়ী ও জুন আন্টিকে আবারো একসাথে দেখতে চাইছিলেন দর্শকরা। বলাই বাহুল্য, এবার দর্শকদের ইচ্ছাপূরণ হতে চলেছে। আবারো একইসাথে পর্দায় ফিরছেন এই দুই তারকা অভিনেত্রী। তবে ছোটপর্দা কিংবা বড়পর্দায় নয় ওয়েব প্ল্যাটফর্মে ইন্দ্রনীল রায়চৌধুরীর আসন্ন একটি ওয়েব সিরিজে দেখা মিলবে তাদের।

‘শ্রীময়ী’ শেষ হবার পর কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলেন তারা। তবে তারপরেই কাজে ফিরে এসেছিলেন ইন্দ্রানী হালদার ও ঊষাসী চক্রবর্তী। তবে আপাতত জানা গিয়েছে, ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত ‘ছোটলোক’ ওয়েব সিরিজে দেখা মিলবে তাদের। ‘জি ফাইভে’ই মুক্তি পাবে আসন্ন এই সিরিজটি। জানা গেছে, এই সিরিজে একজন রাজনীতিবিদের ভূমিকায় দেখা যাবে ইন্দ্রানী হালদারকে। অন্যদিকে ঊষসী চক্রবর্তীকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের ভূমিকায় দেখা মিলবে সিরিজে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যতদূর সম্ভব আসন্ন এই সিরিজ নিয়ে কথাবার্তা এখনো পর্যন্ত প্রাথমিক স্তরেই রয়েছে। আসন্ন সিরিজের কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন সুগত সিং ও খোদ পরিচালক। এই সিরিজের সঙ্গীত পরিচালনায় থাকতে পারেন গৌরব চট্টোপাধ্যায়। সম্প্রতি এই সিরিজের প্লটের কিছুটা অংশ প্রকাশ্যে এসেছে। যেখান থেকে জানা গিয়েছে, এক যুবতীর মৃত্যুকে ঘিরেই নানা ঘটনার মধ্যে দিয়েই চলবে এই সিরিজের গল্প।

এই সিরিজে রাজনীতিবিদ ইন্দ্রানী হালদারের ছেলের চরিত্রে দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। সিরিজে তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার হিসেবেই দেখা দেবেন। তার স্ত্রীর চরিত্রে দেখা মিলবে টলিউডের কোন এক প্রথম সারির অভিনেত্রীকে। তবে তিনি কে! তা অবশ্য এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। দামিনী বসু একজন পুলিশ অফিসারের ভূমিকায় থাকবেন এই সিরিজে। পাশাপাশি এই সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীর ঊষাসী রায়েরও।

এই সিরিজ প্রসঙ্গে পরিচালক মুখ না খুললেও আনন্দবাজার অনলাইনকে ইন্দ্রানী হালদার জানিয়েছেন, সিরিজে রাজনীতিবিদের চরিত্রে তিনি অভিনয় করছেন। এমন একটি ধূসর চরিত্রে অভিনয় করতে তিনি আগ্রহী হয়েছেন কারণ, এই চরিত্রে তার অভিনয় করার সুযোগ থাকবে অনেক বেশি। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, একই সিরিজে শ্রীময়ী ও জুন আন্টি থাকা মানেই হিংসে আর রেষারেষি নয়। এক ভিন্ন স্বাদের থ্রিলার গল্পে, দুই ভিন্ন চরিত্রে দেখা মিলবে তাদের। তবে বাকি কথা রহস্যই রেখেছেন অভিনেত্রী। সময়ের সাথে সাথেই বাকি কথা প্রকাশ্যে আসবে, তা অভিনেত্রী নিজের কথা দিয়েই বুঝিয়ে দিয়েছেন। জানা গিয়েছে, কলকাতা ও আশেপাশের মফস্বল এলাকা জুড়েই চলবে সিরিজের শুটিং। সব ঠিকঠাক এগোলে আগস্ট মাসের শেষের দিকেই শুরু হতে পারে ইন্দ্রনীল রায়চৌধুরীর এই সিরিজের শুটিং। আপাতত, বেশ কিছুটা অপেক্ষা করতে হবে দর্শকদের তা স্পষ্ট।

About Author