Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল পওলিন-মেঘদূত, হু হু করে ভাইরাল ভিডিও

একজন ভারতীয় সাথে বিদেশিনীর সংসার পাতার গল্প নতুন কিছু নয়। তবে লকডাউনের সময় থেকেই এই ভারতীয়-ফরাসি দম্পতি নিজেদের গান থেকে থেকেই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ার পাতায়। হঠাৎ করেই একদিন ভাইরাল…

Avatar

একজন ভারতীয় সাথে বিদেশিনীর সংসার পাতার গল্প নতুন কিছু নয়। তবে লকডাউনের সময় থেকেই এই ভারতীয়-ফরাসি দম্পতি নিজেদের গান থেকে থেকেই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ার পাতায়। হঠাৎ করেই একদিন ভাইরাল হয়ে যায় নেটিজেনদের মাঝে। সম্প্রতি পওলিন লাভোয়া এবং মেঘদূত রায়চৌধুরী কিশোর কুমারের একটি গান গেয়ে আবারো ভাইরাল হয়েছেন নেটিজেনদের মাঝে। প্রশংসিতও হয়েছেন অনেক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভিডিওতে মেঘদূত মূলত ইউকেলেলে বাজান। কন্ঠে থাকেন পাওলিন। অবশ্য মেঘদূতকেও গলা মেলাতে শোনা যায় ভিডিওতে। সম্প্রতি তারা একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে কিশোর কুমারের গাওয়া পুরানো জনপ্রিয় ‘সামনে ইয়ে কন আয়া দিল মে হুয়ি হালচাল’ গানটি গেয়েছেন তারা। বেশ মিষ্টি ভাবে এই গানটি উপস্থাপন করেছেন এই দম্পতি। ১৯৭২ সালে মুক্তি পাওয়া ‘জাওয়ানি দিওয়ানি’র জনপ্রিয় এই গানটি গেয়ে সম্প্রতি আবারো ভাইরাল হয়েছেন নেটিজেনদের মাঝে। ইতিমধ্যেই এই ভিডিওর ভিউজ ৪৩ হাজার ছাড়িয়ে গিয়েছে।

৫০ বছরের পুরানো এই ছবিতে পর্দায় অভিনয় করতে দেখা গিয়েছিল রণধীর কাপুর ও জয়া বচ্চনকে। সেই সময়কার ব্লকবাস্টার হিট এই ছবি। মানুষের মাঝেও এই ছবির জনপ্রিয়তা রয়েছে এখনও। কিশোর কুমারের প্রতিটা গানই মানুষের কাছে প্রিয়। তারমধ্যে ‘সামনে ইয়ে কন আয়া দিল মে হুয়ি হালচাল’ গানটি অন্যতম। সম্প্রতি এই ভারতীয়-ফরাসি দম্পতি এসেছিলেন দাদাগিরির মঞ্চে। সেখানে গিয়ে তারা তাদের এই গান গাওয়ার কথা জানিয়েছিলেন দাদাকে, যার প্রশংসা করেছিলেন দাদা নিজেও।

এর আগেও একাধিক এমন গানের ভিডিও বানিয়ে শেয়ার করেছেন তারা। সেগুলিও নেটিজেনদের কাছে ভীষণভাবে পছন্দের। তাদের শেয়ার করা যেকোনো ভিডিওই এখন ভাইরাল হয় নেটদুনিয়ায়। তারা যে নেটনাগরিকদের একাংশের কাছে বর্তমানে সেনসেশন হয়ে উঠেছেন, তা বলাই বাহুল্য। বলিউড গানের পাশাপাশি একাধিক বাংলা গানও গেয়েছেন তারা, যা নেটদুনিয়ায় ভাইরাল।

About Author