নিউজিল্যান্ড সফরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অকল্যান্ডের ইডেন পার্ক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মুনরো মারমুখি শুরু করেন। নিউজিল্যান্ডের ৮০ রানের মাথায় প্রথম উইকেট ফেলতে সক্ষম হয় ভারত। মার্টিন গাপটিলকে তার ব্যক্তিগত ৩০ রানে আউট করেন শিবম দুবে। এর কিছুক্ষণ পরেই শার্দুল ঠাকুরের বলে চাহালের হাতে ক্যাচ দিয়ে ৫৯ রান করে সাজঘরে ফেরেন কলিন মুনরো।
অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেলর নিউজিল্যান্ডের স্কোর ২০০ এর ঘরে নিয়ে যেতে সাহায্য করে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান তুলে নিউজিল্যান্ড। ভারতের ছয় বোলারের মধ্যে পাঁচজন একটি করে উইকেট নিয়েছেন। শামি একটিও উইকেট নিতে পারেননি। বুমরাহ সবচেয়ে সেরা বোলিং প্রদর্শন করেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : নতুন রেকর্ডের সামনে ভারতীয় অধিনায়ক, ভাঙতে চলেছে ধোনির রেকর্ড
রান তাড়া করতে নেমে শুরুতেই রোহিতের মূল্যবান উইকেট হারায় ভারত। এখন ক্রিজে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং তার সঙ্গী কে এল রাহুল। চার ওভার শেষে ভারতের স্কোর ৪১ এক উইকেটের বিনিময়ে।