Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতে তৈরি হচ্ছে বৃহত্তম ডিটেনশন ক্যাম্প

নরেন্দ্র মোদির ডিসেম্বর মাসের ২২ তারিখে বক্তৃতায় বলেছিলেন, ভারতবর্ষে কোন রকম ডিটেনশন ক্যাম্প হবে না। তবে ভারতের বৃহত্তম ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে আসামে যেটি প্রায় ২৫ বিঘা জমির উপরে বানানো…

Avatar

নরেন্দ্র মোদির ডিসেম্বর মাসের ২২ তারিখে বক্তৃতায় বলেছিলেন, ভারতবর্ষে কোন রকম ডিটেনশন ক্যাম্প হবে না। তবে ভারতের বৃহত্তম ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে আসামে যেটি প্রায় ২৫ বিঘা জমির উপরে বানানো হচ্ছে। খরচ পড়ছে ৪৬ কোটি টাকা। যেটি দেখা যাচ্ছে মিডিয়ার গোয়ালপাড়া অঞ্চলে যে গুয়াহাটি থেকে প্রায় ১২৯ কিলোমিটার দূরে।

যারা বানাচ্ছেন তাদের একজন সিনিয়র কর্মী মুকেশ বাসুমাতারি বলেন, তারা এই কাজটি অনেকদিন আগেই শেষ করে নিতে পারতেন, কিন্তু মাঝখানে বৃষ্টি হওয়ায় তার এই কাজে অনেকটাই দেরি হয়ে গেছেন। তাদের একমাত্র উদ্দেশ্য হলো তাড়াতাড়ি কাজটি শেষ করে ফেলা। ঘরবাড়ির সাথে সাথেই থাকছে নানান রকম ফ্যাসিলিটিজ কুড়ি থেকে ২২ ফুট উঁচু বাউন্ডারী দেয়াল থাকবে। থাকবে স্কুল, হসপিটাল, কোয়ার্টার্স এবং অফিস কমপ্লেক্স রান্নাঘর এবং কমিউনিটি। ছটি করে বাথরুমের ব্লক থাকবে, প্রতিটি ব্লকে পনেরোটি করে বাথরুম থাকবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : নজর কাড়ল বিরোধী দলের শক্তি, শপথ নিলেন হেমন্ত সোরেন

তবে ডিটেনশন ক্যাম্পে জীবন কিন্তু খুব খুব একটা সহজ নয় এমনটাই জানালেন মোহাম্মদ সানাউল্লাহ। ৪০ থেকে ৪৫ জন মানুষকে থাকতে হবে একটা ঘরের মধ্যে। শুতে হবে মাটিতে। খাবার এবং বাথরুম চূড়ান্ত পরিমাণে নোংরা। সকাল শুরু হবে রুটি এবং দুধ ও চিনি ছাড়া লিকার চা দিয়ে। দুপুরের খাবারের তালিকা থাকে পচে যাওয়া ভাত, জলের মতো ডাল এবং সবজি। এই একই খাবার থাকে রাতেও। বাড়ির লোক দেখা করতে এলে তাদের সঙ্গে কথা বলতে হয় তখন সামনে থাকে একটি বড় লোহার গ্রিল দরজা যেটি প্রায় ৫ থেকে ৬ ফুট দূরে।

About Author