Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রস্তুতি ম্যাচেও ভালো হলো না ভারতের ব্যাটিং

বিদেশ সফরে কোন দল টেস্ট সিরিজ খেলতে গেলে তার আগে সেখানকার পিচ ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য একটি বা দুটি প্রস্তুতি ম্যাচ খেলে থাকে। সেইরকম ভাবেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই…

Avatar

বিদেশ সফরে কোন দল টেস্ট সিরিজ খেলতে গেলে তার আগে সেখানকার পিচ ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য একটি বা দুটি প্রস্তুতি ম্যাচ খেলে থাকে। সেইরকম ভাবেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজের আগে ভারতীয় দল নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একটিমাত্র তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে। হ্যামিল্টনের সেডন পার্কে আজ থেকে ম্যাচটি শুরু হয়েছে।

টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও এদিন ভারতীয় ব্যাটসম্যানরা সুযোগ সেভাবে কাজে লাগাতে পারেননি। মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের স্কোরে পৌঁছাতে পারেন। ৫ রানের মধ্যে তিন উইকেট পড়ে যায় ভারতের। পৃথ্বী শ ও শুভমন গিল শূন্য এবং মায়াঙ্ক আগরওয়াল ১ রানে প্যাভিলিয়নে ফেরেন। ভারতীয় টেস্ট দলের দুই স্তম্ভ, চেতেশ্বর পূজারার ৯৩ এবং হনুমা বিহারীর ১০১ রানের উপর ভিত্তি করে ভারত প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৬৩ রান সংগ্রহ করে। এছাড়া অজিঙ্কা রাহানে ১৮ রান করেন। আর কোন ভারতীয় ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author