Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Indian Railways: লোকাল ট্রেনের লেডিস বগিতে নতুন নিয়ম, রাত ন’টা থেকে হবে এই পরিবর্তন

লোকাল ট্রেনের মহিলা কামরা নিয়ে এবারে নেওয়া হলো একটা বড় সিদ্ধান্ত। এবার থেকে লোকাল ট্রেনের লেডিস কামরায় রাত ৯ টা থেকে জিআরপি থাকবে বলে জানিয়ে দিয়েছে রেলওয়ে। মহিলা যাত্রীদের নিরাপত্তা…

Avatar

লোকাল ট্রেনের মহিলা কামরা নিয়ে এবারে নেওয়া হলো একটা বড় সিদ্ধান্ত। এবার থেকে লোকাল ট্রেনের লেডিস কামরায় রাত ৯ টা থেকে জিআরপি থাকবে বলে জানিয়ে দিয়েছে রেলওয়ে। মহিলা যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে শহরতলীর ট্রেনে জিআরপি মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে। রাত ন’টা থেকে সকাল ছয়টা পর্যন্ত ট্রেনে জিআরপি থাকবে এই সমস্ত ট্রেন গুলিতে। দেশের লোকাল ট্রেন পরিষেবা নিয়ে যে শহরটি জনপ্রিয় সেই মুম্বাইতে এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে। রিপোর্টে জানানো হয়েছে, মুম্বাইয়ে যাত্রীদের যৌন হেনস্থার সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত পুলিশের একজন সিনিয়র আধিকারিক জানিয়েছেন, ট্রেনে সফরকারি যাত্রীদের নিরাপত্তা দিতে রাত্রে এবং সকালের দিকে মহিলা যাত্রীদের সুরক্ষার জন্য এই পরিকল্পনা করা হয়েছে। তিনি জানিয়েছেন রাত ন’টা থেকে সকাল ছয়টা পর্যন্ত মহিলা কামরায় ইউনিফর্মধারী পুলিশ কর্মী থাকবেন। এই নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের মধ্যে থাকবেন জিআরপি হোম গার্ড এবং মহারাষ্ট্র সুরক্ষা বাহিনী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Local Train: শিয়ালদহ শাখায় শনি এবং রবিবার বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, যাত্রীদের চরম ভোগান্তির আশঙ্কা

আরপিএফ বাহিনী জিআরপির সঙ্গে কাজ করবে। বিশেষ বিষয়টি হলো মুম্বাই শহরতলী নেটওয়ার্কিং ওয়েস্ট, হার্বার, ট্রান্স হারবার এবং বেলাপুর-নেরুল-খারকোপার লাইন রয়েছে। আধিকারিক বলছেন, রাতের বেলা মুম্বাই এই রুটে ১০৪১ টি ট্রেন চলাচল করে। মহিলা কোচে এখনো কোন সিকিউরিটি কর্মী নেই। সেই কারণেই এবার মহিলা কামরায় জিআরপি মোতায়েন করার নির্দেশ দিয়েছে পুলিশ।

About Author