Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Indian Railway Rules: এই সময়ে টিকিট চেক করতে পারবেন না TTE, এই নিয়ম অনেকেই জানেন না

ভারতীয় রেল বৃহৎ রেল নেটওয়ার্ক। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করেন। ভারতীয় রেলেরও কিছু বিশেষ নিয়ম রয়েছে। প্রত্যেক যাত্রীকে রেল সংক্রান্ত নিয়ম সম্পর্কেও সচেতন হতে হবে। যাত্রীদের সুবিধা দেওয়ার…

Avatar

ভারতীয় রেল বৃহৎ রেল নেটওয়ার্ক। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করেন। ভারতীয় রেলেরও কিছু বিশেষ নিয়ম রয়েছে। প্রত্যেক যাত্রীকে রেল সংক্রান্ত নিয়ম সম্পর্কেও সচেতন হতে হবে। যাত্রীদের সুবিধা দেওয়ার জন্য রেলওয়ে অনেক ধরণের অধিকারও দেয়। আপনার এটাও জানা দরকার যে টিকেট চেকারদেরকেও কিছু নিয়ম মেনে চলতে হয়।

টিটিই অর্থাৎ ট্রাভেলিং টিকিট এক্সামিনারের এত ক্ষমতা থাকে যে কোনও সমস্যা ধরা পড়লে তিনি যে কাউকে ট্রেন থেকে নামিয়ে দিতে পারেন। তবে যাত্রীদের যে সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে, তাতে কোনো সমস্যা হলে সবচেয়ে বড় কর্মকর্তাকেও কাঠগড়ায় বসাতে পারে রেলওয়ে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ট্রেনে বেশি ভলিউমে গান বাজানো এবং ফোনে উচ্চস্বরে কথা বলা নিষিদ্ধ। আপনি যদি ট্রেনে মিডল বার্থ পেয়ে থাকেন তবে আপনি কেবল রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত এটি ব্যবহার করতে পারবেন। এ ছাড়া দিনের বেলায় আসন তুলে রাখতে হবে।

Indian Railways TTE cannot check tickets on this time

রাত ১০টার পর টিটিই যাত্রীদের টিকিট চেক করতে পারবেন না। একই সঙ্গে ১০টার পর ট্রেনে আলো জ্বালানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে, শুধু রাতের আলো জ্বালানো যাবে।রাত ১০ টার পর নিজেদের মধ্যে জোরে কথা বলার ক্ষেত্রেও বারণ রয়েছে।

About Author