নিউজদেশ

Indian Railways: আপনার ট্রেনের টিকিটেই লুকিয়ে থাকে একাধিক তথ্য, গন্তব্য থেকে ট্রেনের যাত্রাপথ সবকিছুই জানা যায় এই টিকিট থেকে

এই টিকিটের নম্বরগুলো অনেক কিছুই বুঝিয়ে দেয় আপনার যাত্রার ব্যাপারে

Advertisement
Advertisement

ট্রেন ভ্রমণ ভারতে খুবই সুবিধাজনক এবং সস্তা বলে মনে করা হয়। আজও, দেশের সিংহভাগ মানুষ দীর্ঘ ভ্রমণের জন্য ট্রেনে যাত্রা পছন্দ করে। প্রতিদিন লাখ লাখ মানুষ ট্রেনে যাতায়াত করে। আপনি নিশ্চয়ই ট্রেনে ভ্রমণের জন্য হাজার বার রিজার্ভেশন করেছেন, কিন্তু আপনি কি রেলের টিকিটে লেখা পাঁচ অঙ্কের ট্রেন নম্বর দেখেছেন, আপনি কি এর অর্থ জানেন? এটি আপনাকে ট্রেনের অবস্থান, ট্রেনের বিভাগ, সবকিছুই জানিয়ে দেয়। আপনি টিকিটে লেখা নম্বর থেকে এই সমস্ত তথ্য পেয়ে যাবেন।

Advertisement
Advertisement

সাধারণত মানুষ টিকিটে লেখা এই নম্বরগুলোর মানে বিশেষ জানেন না। টিকিটে উপস্থিত এই নম্বরটি আপনাকে অনেক তথ্য দেয়। এই নম্বরটি আপনাকে বলে যে, আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথা থেকে আসছেন। শুধু তাই নয়, এটাও বলে দেয় আপনি কোন ট্রেনে বসে আছেন। চলুন আপনাদের জানিয়ে রাখি, কেন এই ৫ ডিজিটের সংখ্যাটি এতটা বিশেষ।

Advertisement

ট্রেনের টিকিটে 0 থেকে 9 পর্যন্ত নম্বরগুলি বেশ বড় প্রভাব ফেলে। এই সমস্ত সংখ্যার বিভিন্ন অর্থ রয়েছে। টিকিটের প্রথমে 0 নম্বর, মানে সেটি স্পেশাল ট্রেন। এই ট্রেনটি হলিডে স্পেশাল, গ্রীষ্মকালীন স্পেশাল বা অন্য স্পেশাল ট্রেন হতে পারে। আপনার টিকিটের প্রথম নম্বরটি যদি 1 বা 2 হয়, তাহলে এর মানে হল ট্রেনটি অনেক দূরে যাত্রা করে। তার পাশাপাশি, এটি রাজধানী, জন সাধারন, শতাব্দী, যোগাযোগ ক্রান্তি, দুরন্ত, গরীব রথ ইত্যাদির মতো একটি বিশেষ শ্রেণীর ট্রেন।

Advertisement
Advertisement

অন্যদিকে, টিকিটের প্রথম অঙ্কটি যদি 3 হয়, তবে এটি কলকাতা শহরতলির ট্রেন। প্রথম অঙ্কটি 4 হলে এটি মেট্রো শহর নয়াদিল্লি, সেকেন্দ্রাবাদ বা চেন্নাই ইত্যাদির একটি শহুরে ট্রেন হতে পারে। 5 নম্বর নির্দেশ করে যে, আপনার ট্রেন একটি যাত্রীবাহী ট্রেন। 6 মানে সেটি মেমু ট্রেন, আর 7 মানে ডেমু ট্রেন। 8 নম্বরটি শুধুমাত্র সংরক্ষিত ট্রেনের জন্য। আর সব শেষে 9 নম্বরটি একেবারে প্রথমে থাকলে বোঝা যায়, যে ট্রেনটি মুম্বাই সাব আরবান ট্রেন।

দ্বিতীয় এবং পরবর্তী সংখ্যাগুলিও অনেক কিছু বলে ট্রেনের ব্যাপারে। যদি একটি ট্রেনের প্রথম সংখ্যাটি 0, 1 বা 2 দিয়ে শুরু হয়, তাহলে বাকি ৪টি সংখ্যা রেলের জোন এবং বিভাগ সম্পর্কে বলে। আসুন জেনে নেই সেই সংখ্যাগুলি

দ্বিতীয় সংখ্যাটি 0 থাকলে সেটা সেন্ট্রাল রেলওয়ে, নর্থ সেন্ট্রাল রেলওয়ে, পশ্চিম সেন্ট্রাল রেলওয়ের ট্রেন।
2 থাকলে সেটা সুপারফাস্ট, শতাব্দী, জনশতাব্দী ট্রেন।
3 থাকলে সেটা পূর্ব ও পূর্ব মধ্য রেলওয়ে।
4 থাকলে সেটা উত্তর, উত্তর পশ্চিম এবং উত্তর মধ্য রেলওয়ে।
5 থাকলে সেটা জাতীয় পূর্ব ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে।
6 থাকলে সেটা দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম রেলওয়ে।
7 থাকলে সেটা দক্ষিণ মধ্য এবং দক্ষিণ পশ্চিম রেলওয়ে।
8 থাকলে সেটা সাউদার্ন ইস্টার্ন এবং ইস্ট কোস্ট রেলওয়ে।
9 থাকলে সেটা উত্তর পশ্চিম, পশ্চিম এবং পশ্চিম মধ্য রেলওয়ে।

Advertisement

Related Articles

Back to top button