Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চরম ভোগান্তির সম্ভাবনা, বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন কোন কোন ট্রেন বাতিল

নতুন বছর শুরু হওয়ার আগে একের পর এক ট্রেন বাতিল। মেগা ব্লক নেওয়ার সময় কিছু ট্রেন বাতিল করার পাশাপাশি অনেক ট্রেনের রুট পরিবর্তন করেছে রেল। জানা গেছে, মেগা ব্লকের কাজ…

Avatar

নতুন বছর শুরু হওয়ার আগে একের পর এক ট্রেন বাতিল। মেগা ব্লক নেওয়ার সময় কিছু ট্রেন বাতিল করার পাশাপাশি অনেক ট্রেনের রুট পরিবর্তন করেছে রেল। জানা গেছে, মেগা ব্লকের কাজ চলবে আজ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। ইন্দোর-উজ্জয়িনের কাজ আজ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত দ্বিগুণ হওয়ার কারণে ইন্দোর রেলওয়ে মেগা ব্লক নিচ্ছে। এই মেগা ব্লকে ইন্দোর-বারলাই এর মধ্যে সম্প্রসারণ এবং পরিদর্শন ইত্যাদির কাজও করতে হবে। এর ফলে ইন্দোরের প্রায় ৪টি ট্রেন বাতিল হবে, ৪টি ট্রেন সংক্ষিপ্ত ভাবে শেষ হবে। উজ্জয়িন-ফতেহাবাদ, চন্দ্রাবতীগঞ্জ-লক্ষ্মীবাঈ নগর হয়ে ১২টি ট্রেন চলবে।

একদিকে ইন্দোরের সাংসদ শঙ্কর লালওয়ানি ইন্দোর-উজ্জয়িন আপক্যারদের জন্য বন্দে মেট্রো ট্রেনের সুসংবাদ নিয়ে এসেছেন, অন্যদিকে ইন্দোর রেলওয়ে আজ থেকে মেগা ব্লক নিচ্ছে। এক ডজনেরও বেশি ট্রেন প্রভাবিত হবে। ইন্দোর-উজ্জয়িন প্যাসেঞ্জার স্পেশাল এবং ডঃ আম্বেদকর নগর-রতলাম ডেমু স্পেশাল ট্রেন ১৫ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বাতিল থাকবে। এছাড়া বিলাসপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি বিলাসপুর-ইন্দোর স্টেশনে সংক্ষিপ্ত ভাবে শেষ হবে। উজ্জয়িন থেকে ইন্দোরের মধ্যে এটি বাতিল করা হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Indian Railways Train cancellation

বাতিল করা হবে এই ট্রেনগুলি:

• ট্রেন নং ০৯৫৩৫ ডঃ আম্বেদকর নগর রতলাম ডেমু স্পেশাল

• ট্রেন নং ০৯৫৩৬ রতলাম ডঃ আম্বেদকর নগর ডেমু স্পেশাল

• ট্রেন নম্বর ০৯৩৫৩ উজ্জয়িন ইন্দোর প্যাসেঞ্জার স্পেশাল

• ট্রেন নম্বর ০৯৩৫৪ ইন্দোর উজ্জয়িন প্যাসেঞ্জার স্পেশাল

এই ট্রেনগুলির রুট পরিবর্তন করা হবে:

• ট্রেন নং ১২৯১৯ ডঃ আম্বেদকর নগর শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা এক্সপ্রেস

• ট্রেন নং ১২৯২০ শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা ডঃ আম্বেদকর নগর এক্সপ্রেস

• ট্রেন নং ১৯৩৪৪/৪৩ ছিন্দওয়াড়া ইন্দোর এক্সপ্রেস ইন্দোর সিওনি এক্সপ্রেস

• ট্রেন নং ২০৯৭৪ রামেশ্বরম ফিরোজপুর এক্সপ্রেস

• ট্রেন নং ২২৯৪১ ইন্দোর উধমপুর এক্সপ্রেস

• ট্রেন নং ১৯৩১৩/১৪ ইন্দোর-পাটনা এক্সপ্রেস

• ট্রেন নম্বর ১৯৩২১/২২ ইন্দোর-পাটনা এক্সপ্রেস

About Author