Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Train Cancelled: বড় সিদ্ধান্ত রেলের! এক ঝটকায় বাতিল ১৮টি ট্রেন, বিপাকে পড়লেন যাত্রীরা

রেলের পরিকাঠামোগত উন্নয়ন কাজ মানেই কিছুটা ভোগান্তি — এবার সেই বাস্তবতা ফের সামনে এলো। জুন মাসের শুরুতেই দেশের বিভিন্ন প্রান্তে চলাচলকারী ১৮টি ট্রেন বাতিল করা হয়েছে। নিউ কাটনি জংশনে রেল…

Avatar

রেলের পরিকাঠামোগত উন্নয়ন কাজ মানেই কিছুটা ভোগান্তি — এবার সেই বাস্তবতা ফের সামনে এলো। জুন মাসের শুরুতেই দেশের বিভিন্ন প্রান্তে চলাচলকারী ১৮টি ট্রেন বাতিল করা হয়েছে। নিউ কাটনি জংশনে রেল উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে।

ভারতের রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২ জুন থেকে ৯ জুন, ২০২৫ পর্যন্ত নিউ কাটনি জংশনে ব্যাপক উন্নয়ন কাজ চালানো হবে। এর জেরেই ১৮টি ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। এইসব ট্রেন বিভিন্ন রাজ্য ও শহরের মধ্যে সংযোগ রক্ষা করত, যার মধ্যে রয়েছে জব্বলপুর, আম্বিকাপুর, ভিলাসপুর, ভোপাল, রেওয়া, চিরমিরি, লক্ষ্ণৌ, রায়পুর, দূর্গ, আজমের, নওতনওয়া ও কাটনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?

  • জব্বলপুর–আম্বিকাপুর এক্সপ্রেস (11265): ২ জুন থেকে ৭ জুন পর্যন্ত বাতিল।

  • আম্বিকাপুর–জব্বলপুর এক্সপ্রেস (11266): ৩ জুন থেকে ৮ জুন পর্যন্ত বাতিল।

  • ভিলাসপুর–ভোপাল এক্সপ্রেস (18236): ২ জুন থেকে ৭ জুন পর্যন্ত বাতিল।

  • ভোপাল–ভিলাসপুর এক্সপ্রেস (18235): ৩ জুন থেকে ৯ জুন পর্যন্ত বাতিল।

  • রেওয়া–চিরমিরি এক্সপ্রেস (11751)চিরমিরি–রেওয়া এক্সপ্রেস (11752): বিকল্প দিনগুলোয় বাতিল।

  • লক্ষ্ণৌ–রায়পুর গরিব রথ (12535/12536), দূর্গ–নওতনওয়া এক্সপ্রেস (18205/18206) সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন এই তালিকায় রয়েছে।

এই সিদ্ধান্তের ফলে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রীর যাত্রা পরিকল্পনা ব্যাহত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই যাত্রীদের উদ্দেশ্যে আবেদন করেছে, তাঁরা যেন রওনা হওয়ার আগে ট্রেনের স্ট্যাটাস চেক করে নেন।

সাধারণ যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ৫টি প্রশ্ন:

১. কেন এতগুলো ট্রেন বাতিল করা হলো?
নিউ কাটনি জংশনের পরিকাঠামো উন্নয়ন ও সিগন্যালিং সিস্টেমের আপগ্রেডের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

২. ট্রেন বন্ধের সময়কাল কতদিনের জন্য?
২ জুন ২০২৫ থেকে ৯ জুন ২০২৫ পর্যন্ত মোট ৮ দিন এই ট্রেনগুলি বাতিল থাকবে।

৩. যাত্রীদের কী করণীয়?
যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেন নম্বর অনলাইনে বা স্টেশন হেল্পডেস্কে যাচাই করে নেওয়া উচিত।

৪. রিজার্ভেশন করা থাকলে কী হবে?
বাতিল ট্রেনের ক্ষেত্রে টিকিটের সম্পূর্ণ টাকা স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে।

৫. ভবিষ্যতে এমন সিদ্ধান্ত আবার আসতে পারে কি?
হ্যাঁ, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের প্রয়োজনে এই ধরনের পদক্ষেপ নিয়মিত নেওয়া হয়ে থাকে।

এই সময়কালীন যাত্রীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানানো হয়েছে। অন্যদিকে রেল প্রশাসন জানিয়েছে, উন্নয়ন কাজের পরবর্তী সময়ে যাত্রী পরিষেবা আরও উন্নত হবে।

About Author