Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Hydrogen Powered Train: ভারতে দৌড়াবে নতুন হাইড্রোজেন ট্রেন, কবে থেকে কোন রুটে এই নতুন ট্রেন চলবে ভারতে?

বিদ্যুৎ বা ডিজেল না এবারে জলেই চলবে ট্রেন। এরকম একটা ট্রেন চালু করছে ভারতীয় রেল। এই ট্রেনের নাম দেওয়া হয়েছে হাইড্রোজেন ট্রেন। এবছরের ডিসেম্বরেই এই নতুন ট্রেন চলবে বলেই খবর…

Avatar

বিদ্যুৎ বা ডিজেল না এবারে জলেই চলবে ট্রেন। এরকম একটা ট্রেন চালু করছে ভারতীয় রেল। এই ট্রেনের নাম দেওয়া হয়েছে হাইড্রোজেন ট্রেন। এবছরের ডিসেম্বরেই এই নতুন ট্রেন চলবে বলেই খবর সরকার সূত্রে। আপাতত ট্রায়াল রানের জন্য চালু হলেও সবকিছু ঠিক থাকলে পরের বছরের মধ্যে এই ট্রেন চালু হয়ে যাবে পুরোপুরিভাবে। বন্দে এক্সপ্রেস ট্রেনের পরে এটাই হতে চলেছে ভারত সরকারের সবথেকে বড় পদক্ষেপ।আর যদি এই পরিকল্পনা ঠিকভাবে চালানো যায়, তাহলে এটাই হবে ভারতের প্রথম ট্রেন যেটা চলবে জলের মাধ্যমে। এই ট্রেন মূলত হাইড্রোজেন জ্বালানিচালিত ট্রেন হতে চলেছে। এই ট্রেন চালানোর জন্য প্রতি ঘণ্টায় ৪০,০০০ লিটার জল প্রয়োজন হবে। বিশেষ ধরনের জলের ট্যাংক তৈরি করা হয়েছে এই ট্রেন চালানোর জন্য। আপাতত সারা দেশে মোট ৩৫টি এই ধরনের হাইড্রোজেন পাওয়ার ট্রেন চালানোর পরিকল্পনা করেছেন ভারতীয় রেল। এর জন্য ট্রেনে হাইড্রোজেন ফুয়েল ট্যাংক বসানোর কাজ শুরু করে দিয়েছে রেল। রেলের মুখপাত্র দিলীপ কুমার বলেছেন, এক একটি ট্রেন তৈরি করতে খরচ হবে ৮০ কোটি টাকা।জল ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেন তৈরি করা হবে। এরফলে বাইপ্রোডাক্ট হিসাবে বাষ্প ও জল বেরোবে। এর ফলে ডিজেল ইঞ্জিনের থেকে অনেকটাই খরচ কমে যাবে রেলের। প্রাথমিকভাবে জিন্দ থেকে সোনিপত পর্যন্ত এই ট্রেন চালানো হবে। এই ৯০ কিলোমিটার পথে প্রথম হাইড্রোজেন ট্রেন চালানো হবে। এছাড়াও, অন্যান্য যেসব রুটে ওই ট্রেন দৌড়বে সেগুলি হল দার্জিলিং হিমালয়ান রেল, নীলগিরি মাউন্টেন রেল, কালকা-সিমলা রেলওয়ে, কাংড়া ভ্যালি রেলওয়ে রুটে। এখনওপর্য়ন্ত আশা করা হচ্ছে এই ট্রেনের গতি হবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার। একবারে ১০০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে হাইড্রোজেন ট্রেন।
About Author