Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Tatkal Ticket Rules : তৎকাল টিকেট কি বাতিল করা যায়? তাহলে জেনে নিন কত টাকা ফেরত পাবেন

জরুরী পরিস্থিতিতে রেল ভ্রমণের জন্য টিকিট বুকিংয়ের ক্ষেত্রে রেলওয়ের তৎকাল পরিষেবা খুব দরকারী। যাত্রীরাও যাত্রার একদিন আগে রেলওয়ের তাৎক্ষণিক সুবিধা গ্রহণ করে টিকিট নিতে পারবেন। সাধারণত নিশ্চিত টিকিট অবিলম্বে পাওয়া…

Avatar

জরুরী পরিস্থিতিতে রেল ভ্রমণের জন্য টিকিট বুকিংয়ের ক্ষেত্রে রেলওয়ের তৎকাল পরিষেবা খুব দরকারী। যাত্রীরাও যাত্রার একদিন আগে রেলওয়ের তাৎক্ষণিক সুবিধা গ্রহণ করে টিকিট নিতে পারবেন। সাধারণত নিশ্চিত টিকিট অবিলম্বে পাওয়া যায়। এটা ঠিক যে কখনও কখনও উৎসবের মরসুমে একটি কনফার্ম আসন পাওয়া কঠিন হয়ে পড়ে। অনেক যাত্রীর মনেই প্রশ্ন জাগে, তাৎক্ষণিকভাবে টিকিট বাতিল করা যাবে কি না? যদি তাৎক্ষণিকভাবে টিকিট বাতিল করা হয়, তাহলে ফেরত পাওয়া যাবে কি না?

অন্যান্য টিকিটের মতো তৎকাল টিকিটও বাতিল করা যাবে। তৎকাল টিকিট বাতিলের কিছু ক্ষেত্রে রেলওয়ে টাকা ফেরত দেয়, আবার কিছু ক্ষেত্রে তা ফেরত দেয় না। এটি টিকিট বাতিলের কারণের উপর নির্ভর করে। আইআরসিটিসির ওয়েবসাইট অনুসারে, যদি কোনও যাত্রী তৎকাল টিকিট বুক করে থাকেন এবং কোনও কারণে তিনি ভ্রমণ না করেন তবে টিকিট বাতিল করার পরে রেল তাকে অর্থ ফেরত দেবে না। যে রেল স্টেশন থেকে ট্রেন চলে, সেখান থেকে তিন ঘণ্টার বেশি দেরি হলে কনফার্মড তৎকাল টিকিট বাতিল করে টাকা ফেরত দাবি করা যাবে।এজন্য যাত্রীকে টিডিআর অর্থাৎ টিকেট ডিপোজিট রসিদ নিতে হবে। অর্থ ফেরত দেওয়ার সময়, রেলওয়ে কেবল ক্লারিকাল চার্জ কেটে নেয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Indian Railways tatkal ticket

একইভাবে, যদি ট্রেনের রুট পরিবর্তন করা হয় এবং যাত্রী সেই রুট থেকে ভ্রমণ করতে না চান তবে টিকিট বাতিল করে অর্থ ফেরত দাবি করা যেতে পারে। একইভাবে, রেলওয়ে যদি রিজার্ভেশন ক্যাটাগরির নীচের ক্যাটাগরিতে যাত্রীকে একটি আসন দেয় এবং যাত্রী সেই শ্রেণিতে ভ্রমণ করতে না চায় তবে যাত্রী অবিলম্বে টিকিট বাতিল করতে পারেন এবং অর্থ ফেরত দাবি করতে পারেন। আর কেউ কেউ ওয়েটিং তালিকায় থাকলে সব যাত্রীই টিকিট বাতিল করে টাকা ফেরত পেতে পারেন। তবে ট্রেন শুরুর ৬ ঘণ্টা আগে টিকিট বাতিল করতে হবে।

About Author