দেশনিউজ

এবার টিকিট ছাড়াই ট্রেনে ভ্রমণ করতে পারবেন, নতুন নিয়ম আনল ভারতীয় রেল

রিজার্ভেশন টিকিট ছাড়া প্লাটফর্ম টিকিট কেটে আপনি ট্রেনে চড়তেই পারেন

Advertisement
Advertisement

ভারতের রেল পরিষেবা ছড়িয়ে রয়েছে গোটা দেশজুড়ে। অপেক্ষাকৃত কাছাকাছি যাওয়ার জন্য লোকাল ট্রেন পরিষেবা এবং দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য রয়েছে এক্সপ্রেস ট্রেন পরিষেবা। ভারতীয় রেল নিরন্তন প্রচেষ্টা করছে তাদের পরিষেবা ভালো করার জন্য। মোটামুটি প্রায় সকলেই এই ট্রেনে কোনো না কোনদিন ভ্রমণ করেছেন। আপনি যদি নিয়মিত ট্রেনে ভ্রমণ করে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে একটি সুখবর। এখন যদি হঠাৎ ভ্রমণ করার সময় আপনার কাছে টিকিট না থাকে তাহলে আতঙ্কিত হওয়ার দরকার নেই। কারন আপনি এবার রিজার্ভেশন ছাড়াই ভ্রমণ করতে পারবেন। ব্যাপারটি বিশদে জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement
Advertisement

এতদিন পর্যন্ত আপনার যদি টিকিট রিজার্ভেশন না থাকতো তাহলে একমাত্র বিকল্প উপায় ছিল তৎকাল বুকিং। কিন্তু তাতে বেশিরভাগ সময় টিকিট পাওয়া যেত না। কারুর জরুরী ভিত্তিতে কোথাও যাওয়ার থাকলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। এবার তাদের কথা ভেবেই ভারতীয় রেল একটি নতুন পরিষেবা এনেছে যাতে আপনি টিকিট রিজার্ভেশন ছাড়া ভ্রমণ করলেও আপনার শাস্তি হবে না। এতদিন পর্যন্ত বিনা টিকিটে ভ্রমণ শাস্তিযোগ্য অপরাধ ছিল।

Advertisement

ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী আপনার যদি ট্রেনের রিজার্ভেশন না থাকে এবং আপনাকে জরুরী ভিত্তিতে কোথাও যেতে হয় তাহলে আপনি প্লাটফর্ম টিকিট নিয়ে ট্রেনে উঠতে পারবেন। এরপর টিকিট চেকারের কাছে গিয়ে খুব সহজেই আপনার জন্য টিকিট তৈরি করে নিতে পারবেন। এর জন্য প্লাটফর্ম টিকিট কাটার পর প্রথমেই টিটির সাথে যোগাযোগ করতে হবে। ট্রেনে সিট না থাকলে টিটি আপনাকে রিজার্ভ সিট দিতে অস্বীকার করতে পারে, কিন্তু আপনার ভ্রমণ বন্ধ করতে পারবে না। সেক্ষেত্রে ২৫০ টাকা জরিমানা সহ আপনাকে যাত্রার মোট ভাড়া দিয়ে টিকিট পেতে হবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button