নিউজদেশ

Indian Railways: RAC যাত্রীরা কি ভারতীয় রেলে আলাদা করে কম্বল এবং চাদরের সুবিধা পান? জানুন রেল এই ধরনের যাত্রীদের সঙ্গে কিরকম ব্যবহার করে

অনেকেই এমন থাকেন যারা কনফার্ম টিকিট পান না, ফলে তাদের RAC টিকিট নিয়েই যাত্রা করতে হয়

Advertisement
Advertisement

আপনি নিশ্চয়ই অনেকবার ট্রেনে ভ্রমণ করেছেন। অনেক সময় এমন হয় যে, আপনি নিশ্চিত আসনের পরিবর্তে আরএসি টিকিট পেলেন। এই RAC মানে হলো, বাতিলের বিরুদ্ধে সংরক্ষণ। অর্থাৎ, কনফার্ম সিট সহ একজন যাত্রী যদি তার টিকিট বাতিল করে দেন, তাহলে আরএসি সহ যাত্রী একটি কনফার্ম সিট পাবেন। কিন্তু সেই সিট কনফার্ম না হলে ওই যাত্রীকে যাতায়াতের জন্য অর্ধেক সিট দেওয়া হয়। এখন প্রশ্ন হল, আপনি যদি এসি কেবিনে আরএসি টিকিট পেয়ে থাকেন তাহলে বালিশ, চাদর, কম্বল ইত্যাদি সুবিধা পাবেন কি পাবেন না। এই সমস্ত প্রশ্নের বিস্তারিত উত্তর আজ আমরা দিতে চলেছি আপনাকে।

Advertisement
Advertisement

ভারতীয় রেলের নিয়ম অনুসারে, RAC পেলে সেক্ষেত্রে একটি বার্থ দুটি যাত্রীকে ভাগ করতে হয়। অর্থাৎ, আরএসি টিকিট সহ ২ জন যাত্রীকে একটি আসনে বসে ভ্রমণ করতে হবে। এই ব্যক্তিরা সাধারণত ঘুমানোর সিট পান না। তবে, যাইহোক, পারস্পরিক সম্মতিতে, দুজন যাত্রী ওই সিটে পালা করে ঘুমাতে পারবেন। যদি কনফার্ম টিকিট থেকে কোনো যাত্রী তার সিট বুকিং বাতিল করে, তবে নিশ্চিত আসনটি RAC স্ট্যাটাস সহ যাত্রীকে দেওয়া হয়।

Advertisement

এখন প্রশ্ন আসে আরএসি যাত্রীরা এসি কোচে বালিশ, কম্বল এবং বিছানাপত্রের সুবিধা পান কিনা। এই প্রশ্নের উত্তরটি হলো, হ্যাঁ। আসলে আগে আরএসি কোচের যাত্রীরা এই সুবিধা পেতেন না, যার কারণে এসি কোচে যাতায়াতকারী যাত্রীরা ঠান্ডায় সমস্যায় পড়তেন। যাত্রীদের এই সমস্যার পরিপ্রেক্ষিতে, রেলওয়ে বোর্ড ২০১৭ সাল থেকে RAC সহ যাত্রীদের এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন আরএসি সিটে বসা উভয় যাত্রীকেই বালিশ, ১-১টি বেডশীট এবং একটি কম্বল দেওয়া হয়। নিশ্চিত আসন সহ যাত্রীদের ১টি বালিশ, ২টি বিছানার চাদর, ১টি কম্বল এবং ১টি তোয়ালে দেওয়া হয়।

Advertisement
Advertisement

‘অপেক্ষারত’ যাত্রীরাও কি সুবিধা পান?

অনেক সময় টিকিট বুক করার পর স্ট্যাটাসে ‘ওয়েটিং’ লেখা দেখা যায়। নিশ্চিত বুকিং, এবং RAC এর পর এটি তৃতীয় বিভাগ। অর্থাৎ, নিশ্চিত হওয়ার পরে যদি কোনও বার্থ বাকি থাকে এবং আরএসি প্রার্থীরা নিশ্চিত আসন পেয়ে যান, তারপরেও যদি সিট ফাঁকা থাকে, তবে তা ওয়েটিং লিস্টের যাত্রীদের দেওয়া হবে। সাধারণত, যাদের ওয়েটিং টিকিট রয়েছে তাদের নিশ্চিত আসন পাওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ থাকে। যারা ওয়েটিং টিকিট পেয়েছেন তারা রিজার্ভেশন থাকা কোচে ভ্রমণ করতে পারবেন না। এ ধরনের যাত্রীদের ওই ট্রেনের সাধারণ বগিতে যাতায়াত করতে হয়। এছাড়া, এ ধরনের যাত্রীরা বাড়তি কোনো সুযোগ-সুবিধাও পান না।

Advertisement

Related Articles

Back to top button