Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Indian Railways: ভারতীয় রেল চালু করছে ১৫০ উৎসব স্পেশাল ট্রেন, কবে থেকে শুরু দেখুন

পুজোর মরশুমে ভিড় সামলাতে আসছে রেলওয়ের ১৫০টি স্পেশ্যাল ট্রেন। যাত্রীদের ভোগান্তি কমাতে সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরের শেষ পর্যন্ত দেশজুড়ে চলবে এই বিশেষ পরিষেবা। ২১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে…

Avatar

পুজোর মরশুমে ভিড় সামলাতে আসছে রেলওয়ের ১৫০টি স্পেশ্যাল ট্রেন। যাত্রীদের ভোগান্তি কমাতে সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরের শেষ পর্যন্ত দেশজুড়ে চলবে এই বিশেষ পরিষেবা।

২১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে বিশেষ ট্রেন

ভারতীয় রেল জানিয়েছে, ২১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ১৫০টি পুজো স্পেশ্যাল ট্রেন চালানো হবে। এই সময়ে মোট ২,০২৪টি ট্রিপ সম্পন্ন করবে ট্রেনগুলি। দেশজুড়ে ব্যস্ত রুটগুলিতে এই উদ্যোগ যাত্রীদের ভরসা জোগাবে বলে মনে করা হচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি পরিষেবা

সাউথ সেন্ট্রাল রেলওয়ে (SCR) এই মরশুমে সবচেয়ে বেশি ট্রেন চালাবে। মোট ৪৮টি ট্রেন থেকে হবে ৬৮৪টি যাত্রা। হায়দরাবাদ, সেকেন্দ্রাবাদ ও বিজয়ওয়াড়া—এই তিনটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের যাত্রীদের জন্যই মূলত এই সুবিধা দেওয়া হচ্ছে।

বিহার রুটে বিশেষ জোর

পূজোর মরশুমে বিহারের যাত্রী চাপ সামলাতে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে (ECR) চালাবে ১৪টি ট্রেন, যার মাধ্যমে হবে ৫৮৮টি ট্রিপ। পাটনা, গয়া, দরভঙ্গা ও মুজাফফরপুর—এই শহরগুলিতে চাহিদা বাড়ায় রেল কর্তৃপক্ষ বিশেষ গুরুত্ব দিচ্ছে।

কোন জোনে কত ট্রেন

  • South Central Railway (SCR): ৪৮টি ট্রেন (হায়দরাবাদ, সেকেন্দ্রাবাদ, বিজয়ওয়াড়া রুট)

  • East Central Railway (ECR): ১৪টি ট্রেন (পাটনা, গয়া, দরভঙ্গা, মুজাফফরপুর রুট)

  • Eastern Railway (ER): ২৪টি ট্রেন (কলকাতা, সিয়ালদহ, হাওড়া রুট)

  • Western Railway (WR): ২৪টি ট্রেন (মুম্বই, সুরাট, ভডোদরা রুট)

  • Southern Railway (SR): ১০টি ট্রেন (চেন্নাই, কোয়েম্বাটুর, মাদুরাই রুট – মোট ৬৬ ট্রিপ)

এছাড়াও বিশেষ ট্রেন চলবে ভুবনেশ্বর, পুরী, সংবলপুর (ইস্ট কোস্ট রেলওয়ে), রাঁচি, টাটানগর (সাউথ ইস্টার্ন রেলওয়ে), প্রয়াগরাজ, কানপুর (নর্থ সেন্ট্রাল রেলওয়ে), বিলাসপুর, রায়পুর, ভোপাল, কোটার মতো শহর থেকেও।

পশ্চিম থেকে পূর্বে বাড়তি সুবিধা

গুজরাটের যাত্রীদের জন্য ওয়েস্টার্ন রেলওয়ে চালাবে ২৪টি উৎসব ট্রেন, যার মধ্যে সুরাট থেকে কলকাতার স্পেশ্যাল ট্রেনও রয়েছে। একইভাবে ইস্টার্ন রেলওয়ে চালাবে ২৪টি ট্রেন, মোট ১৯৮টি ট্রিপ, যা কলকাতা, শিয়ালদহ ও হাওড়াকে পূর্ব ভারতের উৎসব গন্তব্যগুলির সঙ্গে যুক্ত করবে।

আরও ট্রেনের সম্ভাবনা

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘোষণাই চূড়ান্ত নয়। গত বছরগুলিতে উৎসব মরশুমে ১২,০০০-রও বেশি স্পেশ্যাল ট্রেন চালানো হয়েছিল। চলতি মরশুমেও যাত্রীদের চাপ অনুযায়ী নতুন ট্রেন ঘোষণা হতে পারে। বিশেষত ইস্ট সেন্ট্রাল রুটে বাড়তি ভিড়ের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

About Author