ভারতীয় রেলওয়ে সম্প্রতি ওয়েটিং লিস্ট টিকিট নিয়ে যাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করেছে। এই নিয়ম অনুসারে, কনফার্মড টিকিট ছাড়া রিজার্ভড কোচে ভ্রমণ করলে জরিমানা গুনতে হতে পারে।
নতুন নিয়মাবলী:
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowস্লিপার কোচে: ওয়েটিং লিস্ট টিকিট নিয়ে স্লিপার কোচে ভ্রমণ করলে ২৫০ জরিমানা এবং যাত্রার সম্পূর্ণ ভাড়া দিতে হবে।
এসি কোচে: এসি কোচে ওয়েটিং লিস্ট টিকিট নিয়ে ভ্রমণ করলে ৪৪০ জরিমানা এবং যাত্রার সম্পূর্ণ ভাড়া দিতে হবে।
জরিমানা থেকে বাঁচার উপায়:
যাত্রার আগে নিশ্চিত করুন যে আপনার টিকিট কনফার্মড।
ওয়েটিং লিস্ট টিকিট থাকলে রিজার্ভড কোচে ভ্রমণ এড়িয়ে চলুন।
জরিমানা এড়াতে জেনারেল কোচে ভ্রমণ করুন।
নতুন নিয়মাবলী অনুসরণ করে যাত্রীরা জরিমানা এড়াতে পারেন এবং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে পারেন।