লোকাল ট্রেনের উপর প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নির্ভর করেন যাতায়াত করার জন্য। শিয়ালদহ হাওড়া স্টেশনে প্রতিদিন বহু লোকাল ট্রেনের লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করে থাকেন। সাধারণত বেশিরভাগ নিত্যযাত্রী মান্থলি থেকে ব্যবহার করেন কিন্তু প্রচুর যাত্রী যারা নিয়মিত যাতায়াত করেন তারা ট্রেনের দৈনিক টিকিট কেটে থাকেন। কিন্তু এই বিষয়ে অনেকের মধ্যেই একটা প্রশ্ন রয়েছে লোকাল ট্রেনের টিকিটের মেয়াদ কতক্ষণ থাকে। অর্থাৎ যদি কোন একটা দূরত্বের জন্য টিকিট কাটা হয় তাহলে কতক্ষণ সেই টিকিট ব্যবহার করে যাতায়াত করা যায়? এই বিষয়ের উত্তর কিন্তু টিকিটের মধ্যেই থাকে। ফলে এই বিষয়টা না জানলে অনেকে কিন্তু সমস্যায় পড়তে পারেন।
লোকাল ট্রেনের টিকিটের দাম এবং টিকিট কাটার তারিখ লেখা থাকে। সেই সঙ্গে কোন স্টেশন পর্যন্ত টিকিট কেটেছেন সেটাও কিন্তু উল্লেখ করা থাকে। তবে সেখানে আরেকটা লাইন উল্লেখ করা থাকে এবং সেটা হলো টিকিট কাটার এক ঘন্টার মধ্যেই আপনাকে যাত্রা শুরু করতে হবে। যদি আপনি এক ঘণ্টার মধ্যে যাত্রা না শুরু করেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। মনে করুন আপনি বারাসাত থেকে টিকিট কেটেছেন বিধান নগর রোড আসার জন্য। সে ক্ষেত্রে কিন্তু আপনাকে টিকিট কাটার এক ঘন্টার মধ্যে বারাসাত থেকে যাত্রা শুরু করতে হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসকাল ন’টায় যদিআপনি টিকিট কাটেন তাহলে আপনাকে দশটার মধ্যে বারাসাত থেকে যাত্রা শুরু করতে হবে। দমদম থেকে বিধান নগর পৌঁছাতে মোটামুটি ৪০ থেকে ৪৫ মিনিট মতো সময় লাগে। সেই হিসাবে আপনাকে ২ ঘণ্টার মধ্যেই বিধাননগর চলে আসতে হবে। সেই হিসেবে যদি আপনি বিকেলে যাত্রা করেন তাহলে সমস্যা হতে পারে। অন্যদিকে দেখা গেল আপনি বারাসাত থেকে বিধান নগরের আপ এবং ডাউন দুটি তরফের টিকিট কেটেছেন। সেক্ষেত্রে আপনার টিকিটের মেয়াদ সংশ্লিষ্ট দিনের রাত বারোটা পর্যন্ত হয়ে থাকে।