Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Indian Railways: আর ৪ মাস আগে বুকিং করা যাবে না দূরপাল্লার ট্রেনের টিকিট, রেলের নিয়মে বড় পরিবর্তন

পৃথিবীর অন্যতম বৃহত্তম রেল যোগাযোগ ব্যবস্থা তথা ভারতীয় রেলের পরিষেবা গ্রহণ করেননি, এমন মানুষ ভারতবর্ষে নেই। আপনারা জানলে অবাক হবেন যে, ১৪০ কোটির এই দেশে প্রতিদিন লোকাল এবং এক্সপ্রেস ট্রেন…

Avatar

পৃথিবীর অন্যতম বৃহত্তম রেল যোগাযোগ ব্যবস্থা তথা ভারতীয় রেলের পরিষেবা গ্রহণ করেননি, এমন মানুষ ভারতবর্ষে নেই। আপনারা জানলে অবাক হবেন যে, ১৪০ কোটির এই দেশে প্রতিদিন লোকাল এবং এক্সপ্রেস ট্রেন মিলিয়ে প্রায় ১৫,০০০ ট্রেন অপারেট করে ভারতীয় রেল। আর প্রতিদিন এই বিশাল কর্মযজ্ঞের সুফল লাভ করে প্রায় ২.৫ কোটির বেশি ভারতীয় নাগরিক। মূলত, স্বল্প খরচে অধিক দূরত্ব অতিক্রম করা সম্ভব হয় বলে দেশের অধিকাংশ মানুষ ভারতীয় রেলের ওপর ভরসা করেন। তাছাড়া নিরাপদ যাত্রার ক্ষেত্রেও ভারতীয় রেলের গুরুত্ব অপরিসীম।

যারা নিয়মিত ভারতীয় রেলে যাতায়াত করেন এবং দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেন, তাদের জন্য একটি বড় ঘোষণা করেছে ভারতীয় রেল। যদি এই মুহূর্তে আপনি ভারতীয় রেলের এই বিশেষ নিয়মটি সম্পর্কে অবহিত না হন, সেক্ষেত্রে আপনার যাত্রার পরিকল্পনা ভেস্তে যেতে পারে। আজ্ঞে হ্যাঁ, এবার দূরপাল্লার ট্রেনে টিকিট সংরক্ষণের ক্ষেত্রে নিয়মে বড় পরিবর্তন এনেছে ভারতীয় রেল। মূলত, রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত এবং সবার জন্য উন্মুক্ত রাখার উদ্দেশ্যে ভারতীয় রেল এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনারা নিশ্চয়ই জানেন, ভারতীয় রেলের ক্ষেত্রে বিশ্বাস করে দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে যাত্রীরা ১২০ আগে টিকিট বুকিং করার সুযোগ পেতেন। অর্থাৎ, আপনি যদি এপ্রিল মাসে আপনার যাত্রার দিন ঠিক করেন, তবে জানুয়ারি মাসে আসন সংরক্ষণ করার সুযোগ উপলব্ধ করাতো ভারতীয় রেল। তবে এবার সেই বিশেষ নিয়মে বড়সড়ো পরিবর্তন আনতে চলেছে রেলওয়ে অফ ইন্ডিয়া। এদিন ভারতীয় রেলের এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে ১২০ দিনের পরিবর্তে যাত্রীরা ৬০ দিন আগে আসন সংরক্ষণ করার সুযোগ পাবেন। এতে করে যাত্রীদের কনফার্ম সিট বুকিং করার সুযোগ বেড়ে যাবে বলে ধারণা করছে ভারতীয় রেল।

ভারতীয় রেলের মতে ১২০ দিন আগে টিকিট বুকিং করে বেশিরভাগ মানুষ নিজেদের যাত্রার দিন পরিবর্তন করে করেন। আর সেই কারণে যাদের টিকিট প্রয়োজন তাঁরা টিকিট বুকিং করতে পারেন না। এবার ১২০ দিনের পরিবর্তে ৬০ দিন টিকিট বুকিং করার সময়সীমা বেঁধে দেওয়ার কারণে এই জটিলতা কাটবে বলে মনে করছেন ভারতীয় রেলের উচ্চ পদস্থ কর্মকর্তারা। আমরা আপনাদের বলে রাখি, রেলের এই বিশেষ নিয়ম আগামী ১লা নভেম্বর থেকে কার্যকর করা হবে।

About Author