Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এটাই ভারতের একমাত্র রেল স্টেশন, যেখানে একই সময় একটি ট্রেন দুটি জেলায় দাঁড়ায় – INDIAN RAILWAY

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, ২০২৩ সালে এসে ভরত রেল যোগাযোগ ব্যবস্থায় প্রভূত উন্নতি সাধন করেছে। রেলের আধুনিকতার সাথে সাথে রেলপথের বিস্তার, সর্বক্ষেত্রে বিশেষ ভাবে সাফল্য অর্জন করেছে ভারতীয়…

Avatar

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, ২০২৩ সালে এসে ভরত রেল যোগাযোগ ব্যবস্থায় প্রভূত উন্নতি সাধন করেছে। রেলের আধুনিকতার সাথে সাথে রেলপথের বিস্তার, সর্বক্ষেত্রে বিশেষ ভাবে সাফল্য অর্জন করেছে ভারতীয় রেল। আপনি জানলে অবাক হবেন, এই মুহূর্তে ভারতীয় রেল পৃথিবীর চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক। যার পরিধি এতটাই বিস্তৃত যে, রেলের মাধ্যমে এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে মানুষের প্রায় তিন দিন সময় লেগে যায়।

এখানেই শেষ নয়, আপনি জানলে অবাক হবেন ভারতীয় রেলওয়ে পৃথিবীর একমাত্র রেল যোগাযোগ ব্যবস্থা যেখানে সর্বাধিক মানুষ সুবিধা ভোগ করে থাকে। আজ্ঞে হ্যাঁ, এই নিবন্ধে আমরা আপনাদের বলে রাখি, প্রতিদিন লোকাল এবং এক্সপ্রেস মিলিয়ে ভারতীয় রেলওয়েতে 4 কোটির বেশি লোক যাতায়াত করেন। শুধু তাই নয়, প্রতিদিন প্রায় 13,169টি লোকাল ট্রেন 7,325টি স্টেশনে সার্ভিস প্রধান করে। পাশাপাশি প্রায় 3,240টি এক্সপ্রেস ট্রেন চালায় ভারতীয় রেলওয়ে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনারা নিশ্চয়ই জানেন, ভারতীয় রেলের ইতিহাসে একাধিক মজার ঘটনা রয়েছে। যেমন স্টেশনের নামের ভিন্নতা থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্টেশন। তবে আজকের নিবন্ধে আমরা আপনাদের এমন একটি তথ্য দিতে চলেছি, যা হয়তো আগে কোনদিন শোনেননি। ভারতীয় রেলের এই আকর্ষণীয় রেলওয়ে স্টেশনটি উত্তর প্রদেশের কানপুর গ্রামে। এই স্টেশনের নাম কাঞ্চৌসি রেলওয়ে স্টেশন। এই রেলস্টেশনের বিশেষত্ব হল এর অর্ধেক পড়ে কানপুর দেহাত এবং অর্ধেক আউরাইয়া জেলায়। অর্থাৎ এই স্টেশনে যখন কোন ট্রেন দাঁড়ায়, তখন সেই ট্রেনটির একটি অংশ কানপুর দেহাত জেলায় থাকে এবং বাকি অর্ধেক অংশ আউরাইয়া জেলায় থাকে।

About Author