আগামী ১ জুলাই ২০২৫ থেকে ট্রেনে সফর করতে হলে একটু বেশি খরচের জন্য প্রস্তুত থাকতেই হবে। ভারতীয় রেলওয়ের নতুন নির্দেশিকা অনুযায়ী, দূরপাল্লার ট্রেনগুলিতে বিভিন্ন শ্রেণিতে ভাড়া বাড়তে চলেছে। দীর্ঘদিন পর এই ভাড়া বৃদ্ধি করা হল, যা প্রভাব ফেলতে চলেছে কোটি কোটি যাত্রীর পকেটে।
রেলওয়ের তরফে জানানো হয়েছে, এই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত যাত্রী পরিষেবা উন্নয়নের লক্ষ্যেই নেওয়া হয়েছে। মূলত দ্বিতীয় শ্রেণির নন-এসি ও এসি ট্রেনযাত্রীদের উপর এর প্রভাব পড়বে। যদিও লোকাল ও শহরতলির ট্রেন যাত্রীদের জন্য রয়ে গিয়েছে স্বস্তির খবর—সেখানে কোনও ভাড়া বৃদ্ধি হয়নি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকোন শ্রেণিতে কতটা বাড়ল ভাড়া?
দ্বিতীয় শ্রেণির যাত্রীদের জন্য ভাড়া বাড়ানো হয়েছে প্রতি কিমিতে ২ পয়সা।
নন-এসি স্লিপার ও প্রথম শ্রেণি – প্রতি কিমিতে ৫০ পয়সা বৃদ্ধি।
মেইল ও এক্সপ্রেস নন-এসি ট্রেন – প্রতি কিমিতে ১ পয়সা বৃদ্ধি।
এসি ক্লাসে ভাড়া বাড়বে প্রতি কিমিতে ২ পয়সা।
কাদের জন্য থাকছে ছাড়?
মাসিক সিজন টিকিট (MST) এবং লোকাল ট্রেনের যাত্রীদের জন্য ভাড়া অপরিবর্তিত রাখা হয়েছে।
রিজার্ভেশন চার্জ ও সুপারফাস্ট সারচার্জেও কোনও পরিবর্তন আনা হয়নি।
টিকিট বুকিংয়ে বদল
১ জুলাই থেকে তৎকাল টিকিট বুকিংয়ে নতুন নিয়ম চালু হচ্ছে। এখন থেকে তৎকাল বুকিংয়ের সময় ব্যবহারকারীদের OTP যাচাইকরণ বাধ্যতামূলক হবে। ১৫ জুলাই থেকে এই নিয়ম সম্পূর্ণ কার্যকর হবে। IRCTC-তে রেজিস্টার করা মোবাইল নম্বরে পাঠানো OTP ছাড়া তৎকাল টিকিট বুক করা যাবে না।
এছাড়া এজেন্টদের জন্য কড়া নিয়ম আনা হয়েছে—তারা সাধারণ যাত্রীদের বুকিং শুরুর ৩০ মিনিট আগে আর টিকিট কাটতে পারবেন না। এর ফলে সাধারণ যাত্রীদের হাতে তৎকাল টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়বে।
অপেক্ষমাণ টিকিটেও নয়া নিয়ম
যাত্রী সংখ্যা ও বাতিলের হার বিশ্লেষণ করে রেল এবার ওয়েটিং টিকিটের ওপর সর্বোচ্চ ২৫% সীমা আরোপ করেছে। অর্থাৎ এখন থেকে কোনও ট্রেনে অতিরিক্তভাবে প্রচুর অপেক্ষমাণ টিকিট জারি করা হবে না। এতে নিশ্চিত টিকিট পাওয়া যাত্রীদের সফর হবে অধিক সুনিশ্চিত।
আধুনিক প্রযুক্তির ব্যবহার
নতুন সিদ্ধান্তগুলি AI ও Machine Learning-এর মাধ্যমে বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। প্রতিটি রুটে টিকিট বুকিং, বাতিল ও অপেক্ষার ধরন বুঝে ডিজাইন করা হয়েছে নতুন সিস্টেম।
রিজার্ভেশন চার্ট প্রকাশেও পরিবর্তন
আগামী দিনে রিজার্ভেশন চার্ট চার ঘণ্টার বদলে আট ঘণ্টা আগে প্রকাশ করা হবে। দুপুর ২টার আগে ছাড়ার ট্রেনগুলির জন্য, আগের দিন রাত ৯টায় চার্ট তৈরি হবে। যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা আরও সহজ করতে এই সিদ্ধান্ত।
জেনে নিন – আপনার জিজ্ঞাস্য
তৎকাল টিকিট বুকিংয়ের জন্য OTP বাধ্যতামূলক কবে থেকে?
১ জুলাই থেকে শুরু হলেও ১৫ জুলাই থেকে এটি সম্পূর্ণ বাধ্যতামূলক হবে।
লোকাল ট্রেন ও MST-এর ভাড়া কি বাড়ছে?
না, এই দুই ক্ষেত্রেই ভাড়া অপরিবর্তিত থাকবে।
রিজার্ভেশন চার্ট এখন কবে প্রকাশিত হবে?
এখন থেকে ট্রেন ছাড়ার আট ঘণ্টা আগে চার্ট প্রকাশ করা হবে।
টিকিট বুকিংয়ের সময় এজেন্টরা কতটা আগে টিকিট কাটতে পারবে না?
সাধারণ যাত্রীদের আগে ৩০ মিনিট পর্যন্ত এজেন্টদের টিকিট কাটার অনুমতি থাকবে না।
ওয়েটিং টিকিটের সংখ্যা কি কমানো হচ্ছে?
হ্যাঁ, এখন থেকে সর্বাধিক ২৫% পর্যন্ত অপেক্ষমাণ টিকিট দেওয়া হবে।