শিশুদের জন্য অর্ধেক টিকিটের সুবিধা বাতিল করেছে রেল। এখন থেকে ট্রেনে ভ্রমণকারী বাবা-মাকেও তাদের ৫ থেকে ১২ বছর বয়সী বাচ্চাদের জন্য পুরো টিকিট কিনতে হবে। চলতি বছর থেকেই রেলের এই নিয়ম বদল করা হয়েছে। বাবা মা চাইলে অর্ধেক টিকিট নিতে পারেন কিন্তু সিট পাবেন না। সিট নিতে চাইলে পুরো টিকেট নিতে হবে।
জেনে নিন শিশুদের নিয়ে রেল যাত্রার নতুন নিয়ম:
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowলখনউ থেকে দিল্লি গামী স্বর্ণ শতাব্দী ট্রেনের চেয়ার কারের টিকিট বুকিংয়ের জন্য আইআরসিটিসি ৯৭০ টাকা নেয়। নতুন ব্যবস্থা অনুযায়ী, এখন যারা ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য টিকিট বুক করবেন, তাদেরও শিশুদের জন্য ৯৭০ টাকা দিতে হবে।
– বাবা-মা যদি বাচ্চাদের জন্য সম্পূর্ণ আসন সংরক্ষণ করতে চান তবে এটি প্রযোজ্য হবে।
– পুরো আসন সংরক্ষিত না হলে আগের মতোই অর্ধেক টিকিট অর্থাৎ ৪৮৫ টাকা দিতে হবে।
– আইআরসিটিসি ওয়েবসাইটেও শিশুদের জন্য টিকিট বুক করার বিকল্প থাকছে।
অসংরক্ষিত টিকিটের জন্যও আলোচনা চলছে বলে জানা গিয়েছে। অসংরক্ষিত টিকিটে পূর্ণ দামের ব্যাপারে জন্য রেলমন্ত্রণালয়ে আলোচনা চলছে বলে শেষ পাওয়া খবরে জানা গিয়েছিল। নতুন ব্যবস্থায় আইআরসিটিসির ওয়েবসাইটে সমস্ত তথ্য আপলোড করা হয়েছে। এর জন্য রিজার্ভেশন ফর্ম এখনও পরিবর্তন করা হয়নি।
আগে এই নিয়ম ছিল
এতদিন ট্রেনে যাতায়াতকারী ৫ থেকে ১২ বছর বয়সী শিশুরা অর্ধেক ভাড়ায় পুরো আসন পেতেন ।তবে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য টিকিটবিহীন নিয়ম আগের মতোই বলবৎ থাকবে। রেল বাজেটে ঘোষণা করা হয়েছে। নর্দার্ন রেলওয়ের সিনিয়র ডিসিএম অজিত কুমার সিনহা জানিয়েছিলেন, ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য রিজার্ভেশন টিকিটে অর্ধ-টিকিট ব্যবস্থা বাতিল করা হয়েছে। রেল বাজেটে ইতিমধ্যেই এই ঘোষণা করা হয়েছে। এ ছাড়া যারা আগে টিকিট বুক করেছেন, তাদের বর্ধিত ভাড়া অনুযায়ী টাকা দিতে হবে।