সর্বনিম্ন ভাড়া 30 টাকা
ভারতে প্রতিদিন কোটি কোটি যাত্রী ট্রেনে যাতায়াত করেন। নমো ভারত র্যাপিড রেল উপহার পাচ্ছে গুজরাট। গুজরাটের ভুজ থেকে আহমেদাবাদ পর্যন্ত চলবে এই ট্রেন। নমো ভারত র্যাপিড মেট্রোর সর্বনিম্ন ভাড়া 30 টাকা। এর মধ্যে জিএসটিও রয়েছে। এর পাশাপাশি নমো ভারত র্যাপিড মেট্রোতেও পাওয়া যাচ্ছে সিজন টিকিট। নমো ভারত র্যাপিড রেলে সাপ্তাহিক MST ভাড়া 7 টাকা, 15 দিনের সিজন টিকিটের ভাড়া 15 টাকা এবং মাসিক ট্রেন পাসের ভাড়া 20 টাকা৷আরও অনেক রুটে চলবে
নমো র্যাপিড মেট্রো রেল কোলহাপুর-পুনে, পুনে-হুবলি, নাগপুর-সিন্দারাবাদ, আগ্রা ক্যান্ট-বানারস এবং দুর্গ-বিশাখাপত্তনম সহ আরও অনেক রুটে চলবে। পিএমও-র প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, 20টি কোচ সহ প্রথম নমো র্যাপিড মেট্রো রেল বারাণসী এবং দিল্লির মধ্যে চলবে।Bharat’s first Vande Metro Train (94801/02) Ahmedabad-Bhuj is being introduced for the convenience of passengers and with a view to meet the travel demand.#WRUpdates pic.twitter.com/lVmAqpikHe
— Western Railway (@WesternRly) September 15, 2024